KKR ম্যাচের জেরে কলকাতার কোন কোন রাস্তায় কখন থেকে নো এন্ট্রি?
এই সময় | ২৩ মার্চ ২০২৪
একটু পরেই কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। ইডেন থেকেই এবারে আইপিএল যাত্রা শুরু করছে কেকেআর। ম্যাচ দেখতে বহু দর্শক আসবেন বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে শহরের যান চলাচল যাচে স্বাভাবিক ছন্দে থাকে, তার জন্য তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ। এর জন্য আজ ২৩ মার্চ বিকেল ৪টে থেকে আগামীকাল ২৪ মার্চ ১টা পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। এই বিষয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকাও জারি করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারের পক্ষ থেকে।বিকেল ৪টে থেকে রাত ১টার মধ্যে ইডেন গার্ডেনস ও ময়দান চত্বরে সমস্ত পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকছে। পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল, এজেসি বোস রোডের একটা অংশ, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও লাভার্স লেনে সমস্ত ধরনের পণ্যবাহী যান নিয়ন্ত্রিত রাখা হচ্ছে।আবার এই সময়ের মধ্যে ক্ষুদিরাম বোস রোড (অকল্যান্ড রোড), নর্থ ব্রোক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণীতে (কিংসওয়ে)সমস্ত ধরনের যানবাহন নিয়ন্ত্রিত থাকছে।গোষ্ঠ পাল সরণী (কিংসওয়ে), ক্ষুদিরাম বোস রোড (অকল্যান্ড রোড), গভঃ প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ড হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণী (রেড রোড), গুরু নানক সরণী (মেয় রোড) ও ডাফরিন রোডের উভয় পাশেই করা যাবে না কোনওরকম পার্কিং।আবার উডেন গার্ডেনসের আশেপাশে কোনওরমক ট্যাক্সি বা বেসরকারি বাস পার্কিং করতে পারবে না।এছাড়া বিভিন্ন দিক থেকে আসা হাওড়াগামী বাসগুলিওকে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
এদিকে ম্যাচ দেখার পর মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তার জন্য রাতে বিশেষ বাস পরিষেবা থাকবে বলেও জানা গিয়েছে। এক্ষেত্রে WBTC-র তরফে রাখা হচ্ছে স্পেশ্যাল বাস সার্ভিস। এছাড়া থাকবে বেসরকারি বাসও। এই বিষয়ে, সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানান, শুক্রবার মোটর ভেহিক্যালস তরফে তাঁদের একটা চিঠি দিয়ে অনুরোধ করেছে যে ওই জায়গায় কিছু বাস পরিষেবা রাখতে। যাতে কিছু বাস ওখানে থাকে সেই বিষয়টি দেখতে বলা হয়েছে। আর মোটর ভেহিক্যালসের আবেদন অনুযায়ী তাঁরা সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েদেন টিটু সাহা। এর ফলে বেশি রাতি ম্যাচ শেষের পর দর্শকরা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন বলেই আশা করা হচ্ছে।