• Moscow Terrorist Attack : এলোপাথাড়ি গুলি! জঙ্গি তাণ্ডবে রক্তাক্ত কনসার্ট, দেখুন মস্কো হামলার হাড়হিম ভিডিয়ো
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • রাশিয়ার মস্কোর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি মিউজিক হল ক্রোকাস সিটি হলে কনসার্ট চলাকালীন জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন ৬০ জনেরও বেশি। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সম্প্রতি সেই জঙ্গি হামলার ভিডিয়ো সামনে এসেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে হাড়হিম করা হামলার ছবি।হাড়হিম করা ভিডিয়োভিডিয়োয় দেখা যাচ্ছে ক্রাসনোগর্স্কের উত্তর-পশ্চিম শহরতলির ক্যামোফ্লজ গিয়ার বা সৈনিকদের মত পোশাক পরা জনা চারেক ব্যক্তি কনসার্ট চলকালীন হলে ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চলাতে শুরু করে। ভিডিয়োয় দেখা যাচ্ছে দুজন রইফেল হতে অনুষ্ঠান স্থানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। আরেকটি ভিডিয়োয় দেখা যাচ্ছে চারজন জঙ্গি অ্যাসল্ট রাইফেল হাতে হামলা চালাচ্ছে। উল্লেখ্য, কনসার্ট হলের রক্ষীদের কাছে কোনও বন্দুক ছিল না। প্রায় পনের থেকে থেকে কুড়ি মিনিট ধরে চলে তাণ্ডব। সেইসময় রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের পারফরম্যান্স দেখার জন্য উপস্থিত হয়েছিলেন প্রচুর মানুষ। অতর্কিত বন্দুক হানায় ছোটাছুটি করতে শুরু করেন উপস্থিত শ্রোতারা। গুলির পাশাপাশি জঙ্গিরা মলের ভেতরেই বিস্ফোরণ ঘটায়। অগ্নিসংযোগকারী বোমার কারণে বিল্ডিংয়ের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। ধ্বসে পড়েছে ছাদের বেশ কিছু অংশ। প্রাণ বাঁচাতে অনেকেই হলের মেঝেতে শুয়ে পড়েন। রাশিয়ান বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছানর আগেই পালিয়ে যায় হামলাকরীরা।

    হামালর দায় কার?হামলার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োর মাধ্যমে স্কোর কনসর্টে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। হামলার পরই রুশ ন্যাশনাল গার্ড জানিয়েছে, হামলকারীদের ধরতে ঘটনাস্থলে বিশেষ ইউনিট কাজ শুরু করেছে। হামলার পর একটি গাড়িতে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই গাড়িটির খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিশ।

    ঘটনার পরই শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তারা ক্রাসনোগর্স্কে গেছেন। সপ্তাহ দুয়েক আগে মার্কিন দূতাবস রাশিয়ায় বসসকারি মার্কিন নাগরিকদের বড় ধরণের জমায়েত এড়িয়ে চলার সতর্কবার্তা জারি করে। জানানো হয়, বড় কোনও জমায় লক্ষ্য করে হমলা চালাতে পারে জঙ্গিরা। শুক্রবার আরও একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে মর্কিন নাগরিকদের হামলা হওয়া জায়গর আশপাশের এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

    রুশ রক ব্যান্ডপিকনিকের কনসার্ট দেখার জন্য ক্রোকাস সিটি হল এবং কনসর্ট কমপ্লেক্সে ছয় হাজারেরও বেশি মনুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকনিক ব্যান্ডটি মঞ্চে ওঠার কিছুক্ষণ আগেই হামলা চালায় দুষ্কৃতীরা। যদিও পিকনিক ব্যান্ডের সদস্যরা সাই অক্ষত রয়েছেন।
  • Link to this news (এই সময়)