Lok Sabha Expenditure: ২০১৯-এ প্রায় ৬০ হাজার কোটি, ২০২৪ সালে লোকসভা ভোটে খরচের পরিমাণ কত?
এই সময় | ২৩ মার্চ ২০২৪
নির্বাচন মানেই ভূরি ভূরি খরচ। এক তো নির্বাচন পরিচালনার খরচ দ্বিতীয়ত দলগুলির প্রচার পর্বে গাদা গাদা খরচ। নির্বাচন যতই এগিয়ে আসে ততই বাড়ে খরচের বহর। আগামী লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচনে মোট ১০ লাখ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান। তবে খরচের এই বহর নেমে আসতে ৩ থেকে ৫ লাখ কোটিতে যদি ভোট গ্রহণের সময় কমানো যায় ও দলগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে চলে।সমীক্ষা অনুয়ায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রায় ১.২০ লাখ কোটি টাকা খরচ হতে পারে। এর মধ্যে নির্বাচন কমিশনেরই ব্যয় হবে ২০ শতাংশ। তবে এই ব্যয়ে অবশ্য EVM-এর ব্যয় অন্তর্ভুক্ত হয়নি।
২০২৪-এ সম্ভাব্য় খরচ১.২০ লাখ কোটি টাকা২০১৯ সালের লোকসভা নির্বাচনের আনুমানিক খরচ৬০ হাজার কোটি টাকা২০১৪ সালের লোকসভা নির্বাচনের খরচ৩০ হাজার কোটি টাকাজননীতির গবেষণা-ভিত্তিক বিশ্লেষক এন ভাস্করা রাও-এর মতে, লোকসভা, বিধানসভা এবং স্থানীয় সংস্থার নির্বাচন (পঞ্চায়েত, জেলা পরিষদ, পৌরসভা) একসঙ্গে করতে প্রায় ১০ লাখ কোটি টাকা খরচ হতে পারে। তবে নির্বাচনে যা খরচ হয় তার পুরোটাই কেন্দ্র ও রাজ্য সরকার খরচ করে না। দলগুলি তাদের প্রার্থী পিছু প্রচারের খাতে মোটা অঙ্কের টাকা ব্যয় করে। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রচার শুরু করে দেয় রাজনৈতিক দলগুলি।
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাওয়ার পর থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত কোনও দল নির্বাচনী প্রচারে কত টাকা ব্যয় করেছে সেই হিসাব নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা বাধ্যতামূলক দলগুলির জন্য়। প্রচারণায় প্রার্থীরা কত টাকা খরচ করতে পারবেন তার সীমা থাকলেও দলগুলোর ক্ষেত্রে ব্যয়ের কোনও সীমানা নির্ধারণ করা হয়নি।
২০১৯ সালের লোকসভা নির্বানের দলগুলি সংগ্রহ করে প্রায় ৬ হাজার ৪০০ কোটি টাকা। তার মধ্যে ব্য়য় হয় ২৬০০ কোটি টাকা। রাও-এর মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ১.২০ লাখ কোটি টাকা খরচের সম্ভাবনা থাকলে সব বিধানসভা নির্বাচন একযোগে সম্পন্ন হলে ৩ লাখ কোটি টাকা খরচ হতে পারে। দেশে প্রায় ৪৫০০টি বিধানসভা আসন রয়েছে। পুরসভার সব নির্বাচন একযোগে করতে এক লাখ কোটি টাকা খরচ হতে পারে। সারা দেশে ৫০০ পুরসভা আসন রয়েছে। একইভাবে জেলা পরিষদ (৬৫০টি আসন), মণ্ডল (৭০০০টি আসন) এবং গ্রাম (২,৫০,০০০ আসন) গ্রাম পঞ্চায়েতের জন্য (২,৫০,০০০ আসন) নির্বাচনের খরচ ধরা হয়েছে ৪.৩০ লাখ কোটি টাকা। রাওয়ের মতে, একযোগে ভোটে হলে নির্বাচন ব্য়য় উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেতে পারে। তবে এক দেশ এক নির্বাচন হলেই যে খরচ কমে যাবে এমনটাও জোর দিয়ে দাবি করা যায় না বলে জানিয়েছেন তিনি।