• Lok Sabha Election 2024: মোদী-শাহর টার্গেট ২৫, তবে এই ৫ আসনে বিপদে পড়তে পারে BJP
    এই সময় | ২৩ মার্চ ২০২৪
  • এক সময় ছিল কংগ্রেসের গড়। তবে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর 'খেলা' ঘুরে গিয়েছে সেরাজ্য়ে। রাজস্থানের বিজেপির উত্থানে কর্মীদের মনোবল স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পেয়েছে। এবার পাখির চোখ লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দেওয়া ৩৭০ আসন জয়ের টার্গেট কোনও ভাবে 'মিস' করতে চায় না ভারতীয় জনতা পার্টি। আর তার জন্য চেষ্টার কোনও খামতি নেই দলের তরফে। হিন্দি বলয়ে বড় অঙ্কের জয়ের মধ্যে দিয়েই দিল্লির কুর্সি দখলের পথ প্রশস্ত করার দিকেই বাড়তি নজর বিজেপির। নজরে রাজস্থানের ২৫টি আসন। মরুভূমে সবক'টি আসনই নিজেদের পকেটে পুড়ে দিল্লি দখলের পথ সুগম করতে চায় গেরুয়া শিবির। তবে পাঁচটি আসনে আগাম 'বিপদের' গন্ধ পেয়েছে বিজেপি। আর তার জন্য আলাদা ভাবে সেই আসনগুলোর দিকে নজরও দেওয়া হচ্ছে।রাজস্থানে বিজেপির 'মিশন ২৫' সফলের পরিকল্পনায় ইতিমধ্যেই বিজেপির নেতা-নেত্রীদের মধ্য়ে ম্যারাথন বৈঠক সম্পন্ন হয়েছে। শুক্রবার জয়পুরে দিনভর একাধিক সভা করেন এ রাজ্যে বিজেপি সদ্য নিযুক্ত দলের ইনচার্জ ও সহ-ইনচার্জ। সূত্রের খবর, রাজস্থানে যাতে কোনও ভাবেই ২৫ আসন হাতছাড়া না হয় তা নিয়ে আলোচনা হয়েছে। মিশন সফলে একাধিক স্ট্র্যাটেজি নিয়েও চলেছে আলোচনা। বিজেপির রাজ্য় নির্বাচনের ইনচার্জ বিনয় সহস্ত্রবুদ্ধের স্পষ্ট বার্তা, 'যেন তেন প্রকারণে মরুভূমে ২৫টি আসনে জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য মাথায় রেখেই কাজ করতে। শেষ মুহূর্তে যাতে কোনও পরিকল্পনা ভেস্তে না যায় নজর রাখা হচ্ছে সেদিকে।'

    যে পাঁচটি আসন নিয়ে চিন্তা

    বিনয় সহস্ত্রবুদ্ধের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্য সভাপতি সিপি জোশী, সহ-ইনচার্জ বিজয়া রাহাতকর, প্রবেশ ভার্মা, হরিয়ানা নির্বাচনের ইনচার্জ সতীশ পুনিয়া, রাজেন্দ্র রাঠোড় এবং অন্যান্য বিশিষ্ট নেতারা। বৈঠকে আলোচনা হয় সমস্ত বিধানসভা কেন্দ্রের আসন নিয়ে। সূত্রের খবর, ধোলপুর-কড়ৌলি, চুরু, বারমের-জয়সালমের, দৌসা এবং নাগৌরের মতো এলাকায় বাড়তি নজর দিতে বলা হয়েছে। অন্যদিকে সিকার আসনে জোট বেঁধে লড়াই করতে পারে কংগ্রেস ও সিপিআইএম। দলের নেতাদের বিশ্বাস, এই জোট বিজেপির জয়ের পালেই হাওয়া লাগাবে। সূত্রের খবর, বাঁশওয়াড়া-দুঙ্গারপুর আসনে কংগ্রেসের সঙ্গে জোটের ঘোষণার পরই এই আসনে লড়াইয়ে পরবর্তী কৌশল ঠিক করবে বিজেপি।

    Narendra Modi In Kerala: বিজেপির মিশন সাউথ, পালাক্কড়ে প্রধানমন্ত্রী

    লোকসভা নির্বাচনে আগে মাঠে-ময়দানে নেমে নেত্রীদের প্রচারে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, 'এখন ঘরে বসে থাকার সময় নয়, ভোটার-কর্মীদের পাশে থেকে তাদের সমস্যা শোনার সময়।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নিজে লোকসভা কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন।
  • Link to this news (এই সময়)