আসন ভাগাভাগি নিয়ে জট তৈরি হয়েছে বিহার কংগ্রেস এবং RJD-র মধ্যে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে লালু প্রসাদ যাদবের পার্টি। কেন আগ বাড়িয়ে কংগ্রেস এবং অন্য শরিক দলগুলির সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে মহাগঠবন্ধনের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে।RJD ঔরঙ্গাবাদ থেকে অভয় কুশবাহা, গয়ার মতো সুরক্ষিত আসন থেকে সর্বজিত কুমার, নওদা থেকে শ্রবণ কুশবাহা এবং জমুই থেকে অর্চনা রবিদাসকে টিকিট দিয়েছে।
RJD-কংগ্রেস দ্বন্দ্বকংগ্রেসের একাধিক বরিষ্ঠ নেতা RJD-র সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের মতে এটি মহাগঠবন্ধনের নীতি বিরুদ্ধ কাজ। বিহারের প্রাক্তন রাজ্যপাল তথা মহাগঠবন্ধনের ঔরঙ্গাবাদ আসনের অন্যতম দাবিদার নিখিল কুমার বলেন, 'RJD যাকে এই আসন থেকে প্রার্থী করেছে, তাঁর জেতার ক্ষমতা নেই।' ৮২ বছরের নিখিল কুমার RJD প্রার্থীকে বহিরাগত বলেও কটাক্ষ করেছেন। যদিও বিহারে জল্পনা ছিল, এই আসন থেকে হয় কংগ্রেসের টিকিটে লিখিল কুমার না হয় RJD-র তরফে উপেন্দ্র প্রসাদকে টিকিট দেওয়া হবে। ২০১৯ সালে উপেন্দ্র প্রসাদ এই আসন থেকে দ্বিতীয় স্থান অধিকার করেন।
কানহাইয়া কুমারকে রেড কার্ডRJD প্রথম থেকেই কংগ্রেসের যুবনেতা কানহাইয়া কুমারকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে। বেগুসরাই আসনটি CPI-কে অ্যালট করেছে তারা। RJD-র এই সিদ্ধান্তের জন্য কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সূত্রের খবর, CPI-এর সাধারণ সম্পাদক ডি রাজা লালু প্রসাদ যাদব এবং তেজস্বীর সঙ্গে সাক্ষাৎ করে বেগুসরাই আসনটি চেয়েছিলেন। RJD-র সঙ্গে সমঝোতার পর শেষ পর্যন্ত এই আসেন CPI প্রার্থী করেছে অবধেশ রায়কে।
পাপ্পু যাদবকে নিয়ে আপত্তিRJD এবং কংগ্রেসের মধ্যে পাপ্পু যাদবকে নিয়েও সমস্যা তৈরি হয়েছে। সম্প্রতি প্রাক্তন RJD নেতা রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব কংগ্রেসে যোগদান করেন। নিজের দল, জন অধিকার পার্টি সহ কংগ্রেসে যোগ দেন এই নেতা। এতে আপত্তি রয়েছে RJD-র। লালু প্রসাদ যাদবের পরিবারের সঙ্গে এই পাপ্পু যাদবের সম্পর্ক ভালো ছিল। সূত্র মারফত জানা যাচ্ছে, পূর্ণিয়া এবং মধুপুরা আসনগুলির মধ্যে কোনওটাই পাপ্পু যাদবের জন্য ছাড়তে নারাজ RJD। ২০০৪ সালের উপনির্বাচন এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে মধুপুরা থেকে সাংসদ নির্বাচিত গন পাপ্পু। এ ছাড়াও পূর্ণয়া থেকে ১৯৯১ সালে নির্দল হিসেবে, ১৯৯৬ সালে সমাজবাদী পার্টির হয়ে এবং ১৯৯৯ সালে ফের নির্দল হিসেবে জয়ী হয়েছিলেন এই নেতা। ২০০৪ সালে এবং ২০০৯ সালে BJP-র টিকিটে উদয় সিং জিতেছিলেন। যিনি বর্তমানে কংগ্রেসের নেতা এবং ২০১৯ সালে পূর্ণিয়া থেকে ভোটে দাঁড়িয়েছিলেন হাতের টিকিটে। লালু প্রসাদ যাদবকে উপর উত্তরাধিকার প্রসঙ্গে বারবার নিশানা করার পর শেষ পর্যন্ত ২০১৫ সালে পাপ্পু যাদব দল থেকে বিতাড়িত হন। কিছুদিন আগেও রটে গিয়েছিল, ফের একবার RJD-তে ফিরছেন তিনি। যদিও এতে আগ্রহী নন লালু প্রসাদ যাদবের পরিবার।