সহধর্মিনীকে পাশে নিয়ে তমলুকে প্রচারে সায়ন, ‘লাল ফিরবে’ আত্মবিশ্বাসী নববধূ
এই সময় | ২৩ মার্চ ২০২৪
জীবনে প্রথমবার নির্বাচনী লড়াইয়ের ময়দানে আইনজীবী তথা সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তরুণ প্রার্থীর হয়ে এদিন প্রচারে দেখা গেল দমদমের প্রার্থী সুজন চক্রবর্তীকেও। তরুণ প্রজন্মের উপরেই ভরসা রাখবে তমলুকের মানুষ, এমনটাই দাবি সিপিএমের বর্ষীয়ান নেতার। শনিবারের প্রচারে প্রার্থী সায়ন পাশে পেয়ে গেলেন তাঁর সহধর্মিনীকেও।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে কোলাঘাটের গোপালনগর বাজার এলাকায় প্রচার সারলেন তিনি। গোপালনগর বাজার থেকে মাছিনান বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথযাত্রা করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে লড়াইয়ের ময়দানে তার সঙ্গে পা মিলিয়েছেন তাঁর সাংসারিক জীবনের সহযোদ্ধা তমাশ্রী বন্দ্যোপাধ্যায়।
প্রবীণদের সঙ্গে তারুণ্যের মিলনকে এবার প্রার্থী তালিকায় বিশেষ গুরুত্ব দিয়েছে বামেরা। সেই প্রভাব দেখা গিয়েছে প্রচার কর্মসূচিতেও। এর আগে সিপিএমের আরেক তরুণ প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়েও যাদবপুর কেন্দ্রে প্রচার করতে দেখা গিয়েছিল সুজন চক্রবর্তীকে। এবার দলের আরেক তরুণ প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তমলুক কেন্দ্রে প্রচারের নামলেন সুজন চক্রবর্তী।
প্রচারে বেরিয়ে সুজন বলেন, ‘ও ভালো ছেলে, কম বয়স। আমরা এই কেন্দ্রে লড়াইয়ে শুধু আছি তা নয়, জেনে রাখুন এই লড়াইয়ে আমরা জিতব।’ তবে প্রচারে বেরিয়ে উঠে আসে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানার কথা। বিষয়টি নিয়ে সুজন বলেন, ‘ইডি-সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করছে। পশ্চিমবঙ্গের ঠিকানাটা তাঁরা জানেন না। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের রেহাই দিয়ে চলছে ইডি-সিবিআই, অন্যত্র বিজেপির বিরোধী যাঁরা তাঁদের হেওস্থা করা হচ্ছে।
সায়নের মুখে উঠে আসে অন্যান্য দলের নবীন-প্রবীণ দ্বন্দ্বের কথা। সায়ন বলেন, ‘মাদার তৃণমূল এবং যুব তৃণমূলে পঞ্চায়েত, লোকসভা নির্বাচনে কে প্রার্থী হবেন, সেই নিয়ে মারপিট হচ্ছে। আমাদের দলে এসব নেই। কারণ, আমরা মানুষের অধিকার, মতাদর্শের জন্য লড়ি। যাঁদের মতাদর্শ নেই, তাঁরা এই সব কাণ্ডকারখানা করে।’' এদিন নিজের স্বামীর হয়ে প্রচারে বেরিয়ে তমাশ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বামী - স্ত্রীর বাইরে গিয়েও আমি ওঁর সহযোদ্ধা হতে চাই, যুদ্ধের যখন দামামা বেজেছে, আমি ওঁর পাশে দাঁড়িয়ে লড়াই করতে চাই।’ প্রসঙ্গত, এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন আরেক তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। যদিও, বিজেপির তরফে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি এখনও।