এই সময়, বনগাঁ: বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে গতি আনতে উপভোক্তাদের সম্পত্তি করে ছাড়ের ঘোষণা করল বনগাঁ পুরসভা। এই সুযোগ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ১৫ এপ্রিলের মধ্যে পুরসভার বাকি কর পরিশোধ করলে পুর করের উপর সুদ সম্পূর্ণ মকুব করা হবে বলে ঘোষণা করেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।পুরসভার এই অফার ঘোষণার পরেই কর পরিশোধের প্রবণতা এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে বলে দাবি পুরসভার। গঙ্গার পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের কাজও শুরু হয়েছে বনগাঁ পুরসভা এলাকায়। রানাঘাট থেকে বাগদা হয়ে গঙ্গার জল এসে পৌঁছবে বনগাঁ শহরে। এর আগে আম্রুত প্রকল্পের মাধ্যমে মাটির নীচের জল পরিস্রুত করে পাইপ লাইনের মাধ্যমে পুরসভা এলাকায় বসবাসকারীদের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যে চার হাজার বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ হয়ে গিয়েছে। প্রতিদিন প্রতিটি পরিবারকে ৩০০ লিটার করে পানীয় জল সরবরাহ করা হবে। মোট ৩১ হাজার বাড়িতে এই সংযোগ দেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বাড়িতে পানীয় জলের সরবরাহের সংযোগ নেওয়ার ক্ষেত্রে পুরসভার কর আগে পরিশোধ করতে হবে।
বকেয়া পুরসভার করের উপর নির্দিষ্ট হারে সুদও দিতে হয় বাসিন্দাদের। সুদ-সহ বকেয়া কর মেটাতে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে উপভোক্তাদের। ফলে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের সংযোগের কাজেও ব্যাঘাত ঘটছে। এই সমস্যা সমাধানে অভিনব উদ্যোগ নিল বনগাঁ পুরসভা। পানীয় জল সরবরাহের কাজে গতি আনতে পুরকরে ছাড়ের ঘোষণা করেছে বনগাঁ পুরসভা।
আগামী এক মাসের মধ্যে পুরসভার বকেয়া সম্পত্তি কর পরিশোধ করলে পুরকরের উপর সুদ মকুব করেছে পুরসভা। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, 'বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্যই পুরসভার কর পরিশোধে এই অফার ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রতিটি হাউজ হোল্ডার দ্রুত এই সুবিধা গ্রহণ করতে পারবেন। কর ছাড়ের ঘোষণায় বেশ ভালো সাড়াও পড়েছে। উপভোক্তারা লাইন দিয়ে পুরসভায় এসে ট্যাক্স দিচ্ছেন।'