• এখনও হয়রানির অভিযোগ, তার মাঝেই সোমে ফের একগুচ্ছ লোকাল বাতিল শিয়ালদা ডিভিশনে
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হওয়ার পর, এখনও ট্রেন দেরিতে চলার অভিযোগ উঠছে যাত্রীদের একটা বড় অংশের তরফে। তারই মাঝে ফের ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের। দোলযাত্রা উপলক্ষে আগামী ২৫ তারিখ বাতিল থাকছে বেশকিছু ট্রেন। এক বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়ে দিল পূর্ব রেল।মেন লাইনে বাতিল থাকছে যে ট্রেনগুলি...শিয়ালদা - বর্ধমান, শিয়ালদা - রানাঘাট, শিয়ালদা - গেদে, রানাঘাট / কৃষ্ণনগর সিটি সং - শান্তিপুর, কৃষ্ণনগর সিটি জং - রানাঘাট, শিয়ালদা - কৃষ্ণনগর সিটি জং, নৈহাটি - রানাঘাট, রানাঘাট -শান্তিপুর, শিয়ালদা - শান্তিপুর, রানাঘাট - বনগাঁ জং, শিয়ালদা - ব্যারাকপুর, বিধাননগর রোড - ব্যারাকপুর, বিধাননগর রোড - নৈহাটি ও শিয়ালদা - নৈহাটি লাইনে বাতিল থাকবে বেশকিছু ট্রেন।

    সেন্ট্রাল শাখাতেও বাতিল থাকছে বেশকিছু ট্রেন...বারাসত - বনগাঁ জং, শিয়ালদা - বারাসত, শিয়ালদা - হাবড়া, শিয়ালদা - বনগাঁ জং, শিয়ালদা - দমদম ক্যান্ট, শিয়ালদা - মধ্যমগ্রাম, শ্য়ালদা - দত্তপুকুর, শিয়ালদা - হাসনাবাদ ও বারাসত - হাসনাবাদ শাখাতেও বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন।

    সার্কুলার রেলে বাতিল যে ট্রেনগুলি...বিবাদী বাগ - কৃষ্ণনগর সিটি জং, বিবাদী বাগ - ব্যারাকপুর, বালিগঞ্জ - ব্যারাকপুর, নৈহাটি - বালিগঞ্জ, ব্যারাকপুর - মাঝেরহাট, ব্যারাকপুর - বিবাদী বাগ, মাঝেরহাট - বারাসত, হাসনাবাদ - মাঝেরহাট, মাঝেরহাট - হাসনাবাদ ও হাসনাবাদ - বিবাদী বাগ লাইনেও বেশকিছু ট্রেন বাতিল থাকবে দোলের দিন।

    সিসিআর লাইনেও বাতিল বেশকিছু ট্রেন...এক্ষেত্রে শিয়ালদা - ডানকুনি ও শিয়ালদা - বারুইপাড়া শাখাতেও কিছু ট্রেন বাতিল রাখার কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে পূর্ব রেল।

    শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল থাকছে যে ট্রেনগুলি...এদিকে শিয়ালদা দক্ষিণ শাখায় শিয়ালদা - ডায়মন্ডহারবার, বারুইপুর - ডায়মন্ডহারবার, সোনারপুর - ডায়মন্ডহারবার, শিয়ালদা - বিবাদী বাগ, সোনারপুর - ক্যানিং, শিয়ালদা - ক্যানিং, চম্পাহাটি -মাঝেরহাট, ঘুটিয়ারি শরীফ - সোনারপুর, মাঝেরহাট - ঘুটিয়ারি শরীফ, সোনারপুর - চম্পাহাটি, শিয়ালদা - বজবজ, শিয়ালদা - বারুইপুর, শিয়ালদা -লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর - নামখানা, বারুইপুর - লক্ষ্মীকান্তপুর, বারুইপুর - সোনারপুর ও শিয়ালদা - সোনারপুর লাইনে বাতিল থাকবে বেশকিছু ট্রেন।
  • Link to this news (এই সময়)