• Holi Dry Day : হোলিতে সুরাপ্রেমীদের চিন্তার অবসান! কতক্ষণ খোলা মদের দোকান?
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • রঙের উৎসবে মাতোয়ারা হবে গোটা দেশ। বন্ধু-পরিজনদের সঙ্গের রং খেলার সঙ্গেই চলবে পেটপুরে খানা আর পিনা। কিন্তু, যোগীরাজ্যে মদ বিক্রি নট অ্যালায়ড!হোলির দিন অর্থাৎ সোমবার রাজ্যে ড্রাই ডে ঘোষণা করেছে উত্তর প্রদেশের যোগী সরকার। ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত দেশি মদ, বিয়ার, বিদেশি উইস্কি-রাম, সমস্ত কিছু কেনা-বেচার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর প্রদেশের সমস্ত অফ শপগুলি।

    তবে সুরাপ্রেমীদের নিরাশ হওয়ার কোনও কারণ নেই। মদ্যপানের জন্য রয়েছে সুযোগ। উত্তর প্রদেশে সোমবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি হবে মদ। ফলে দুপুরে মদের ঠেকে তালা ঝুললেও সন্ধ্যার পর ভডকা-হুইস্কির রঙিন গ্লাস হাতে জমে উঠবে আসর। তবে এই সময়ের মধ্যে সমস্ত মদের দোকানের উপর কড়া নজরদারি চালাবে আবগারি বিভাগ।

    উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে হোলির দিন মদের কেনাবেচা নিয়ে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্দেশিকায় দেওয়া সময়ের মধ্যে কোনও দোকান খোলা থাকলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

    উল্লেখ্য, কেবলমাত্র হোলি নয়, তারপর আগামী ২৯ মার্চও উত্তর প্রদেশে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। সেদিন গুড ফ্রাইডে পালিত হবে দেশজুড়ে। ফলে হোলি এবং গুড ফ্রাইডের দিন মদের আসর বসানোর আগে মনে রাখুন, দোকানে গেলেও মিলবে না পছন্দের হুইস্কি-রাম-ভডকা। তাই পার্টি থাকলে সতর্ক হয়ে যান আগে থেকেই।

    হোলির আগে তাই যোগীরাজ্যে মদ কেনার জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে অফ শপগুলির সামনে। প্রত্যেক বছরই আবগারি বিভাগের তরফে ড্রাই ডে ক্যালেন্ডার জারি করা হয়। তা সত্ত্বেও দোকানের সামনে হুড়োহুড়ি ফেলে দিতে দেখলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। এমনটাই জানানো হয়েছে যোগী সরকারের তরফে।
  • Link to this news (এই সময়)