Smriti Irani: ঝরঝরে বাংলায় ভাষণ থেকে 'ডালটা দে'... অবাঙালি স্মৃতির 'বং কানেকশন' কী? জানুন কারণ
এই সময় | ২৪ মার্চ ২০২৪
তিনি বাঙালি নন। তবে তাঁর সাবলীল ভাবে বাংলা বলার ধরন মুগ্ধ করে আপামর বাঙালিকে। তিনি স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতিকে গ্রাম বাংলার মানুষ অনেকেই চেনেন টিভি সিরিয়ালের সুবাদে। নব্বই দশকের একদম শেষে 'কিউ কি সাস ভি কভি বহু থি' সিরিয়াল ছিল সুপারহিট। বাড়ির বউয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্মৃতি। এই স্মৃতি কখনও ডোমজুড়ে পলাশ মালিকের বাড়িতে গিয়ে খেতে বসে ঝরঝরে বাংলায় বলেছেন 'এই ডালটা দে'। কখনও আবার বাংলার মাটিতেই ভাষণ দেওয়ার সময় টানা ঝরেঝরে বাংলায় ভাষণ দিয়ে গিয়েছেন বেশ কিছুক্ষণ। তাঁর বাংলা বলায় বিশেষ ভুলচুক নেই। তাঁর বাংলা শুনে মুগ্ধ হয়েছে গ্রামবাংলার মানুষ। এত বড় মাপের এক অবাঙালি কেন্দ্রীয় মন্ত্রীর মুখে অনর্গল বাংলা শুনে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকেই।এত ভালো বাংলা শিখলেন কী করে? সকলের মুখ বিস্ময় দেখে স্মৃতি একাধিকবারই বলেছিলেন, 'আমার মা তো বাঙালি ছিলেন। তাই আমি ভালো বাংলা জানি।' হ্যাঁ, স্মৃতির বাংলা জানার রহস্য লুকিয়ে এখানেই। তাঁর মা বাঙালি হওয়ার সুবাদেই ভালো বাংলা জানা স্মৃতির। মা শিবানী বাগচী বাঙালি ব্রাহ্মণ, আর বাবা পঞ্জবি।
এক সাক্ষাৎকার একবার স্মৃতি জানিয়েছিলেন তাঁর বাবা-মা আলাদা হয়ে গিয়েছেন, এটা বলতে তাঁর ৪০ বছর সময় লেগে গিয়েছে। স্মৃতির কথায়, 'সেসময়টা তাঁদের দেখা হত খুব ছোট করে। অথচ আমি জানি, ওঁদের কাছে সেই সময়টা কতটা কঠিন ছিল। পকেটে মাত্র ১০০ টাকা নিয়ে ওঁরা আমাদের দেখভাল করতেন। আমার বাবা বই বিক্রি করতেন আর্মি ক্লাবের বাইরে। আমিও বাবার সঙ্গে বসতাম। আর আমার মা বাড়ি বাড়ি মশলা বিক্রি করতেন। আমার মা ছিলেন বাঙালি ব্রাহ্মণ পরিবারের সন্তান আর বাবা ছিলেন পঞ্জাবি। মা ছিলেন স্নাতক , কিন্তু বাবা বিশেষ পড়াশোনা করেননি। সেকারণেই হয়ত ওদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল।'
নির্বাচনের প্রচারে তো বটেই, এখন সংগঠন বিস্তারেও বাংলার বেশ কয়েকটি এলাকার দায়িত্বে স্মৃতি। তারই অঙ্গ হিসেবে তাঁকে বাংলায় আসতে হয়েছে বেশ কয়েকবার। শাড়ি পরেন তিনি। কলকাতায় এলেই শাড়ি কেনেন। আর মাঠে ময়দানে তাঁর শাড়ি পরে অনর্গল বাংলায় ভাষণ মুগ্ধ করে সকলকে। গত বছরের দিল্লির এক দুর্গাপুজোয় ধুনুচি নাচেও মাতেন বাঙালি মায়ের কন্যা স্মৃতি। সেই ছবিও ভাইরাল হয়েছিল। এখন দেখার লোকসভা নির্বাচনে বাংলা সফরে এসে ফের কোন নয়া চমক দেন স্মৃতি।