ঝমঝমিয়ে বৃষ্টি না জ্বালাপোড়া গরম? দোলে কেমন থাকবে তাপমাত্রা?
এই সময় | ২৪ মার্চ ২০২৪
রঙের উৎসবে চলতি বছর জ্বালাপোড়া গরম সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান। সতর্ক করছেন আবহাওয়াবিদরা। দেশের ন'টি রাজ্যে আগামী সোমবার অর্থাৎ হোলির দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।২৫ মার্চ রঙের উৎসবে মাতোয়ারা হবে দেশ। তার আগে ক্লাইমেট সেন্ট্রাল ভয়াবহ গরমের পূর্বাভাস দিয়েছে। প্রতিবছরই প্রায় মার্চ মাসের শেষের দিকে হোলি উৎসব পালিত হয়। চলতি বছর এই উৎসবের সময় অস্বস্তিকর গরমের সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তার মূল কারণ জলবায়ু পরিবর্তন। মার্চ এবং এপ্রিল মাসে যার গুরুতর প্রভাব পড়বে বলেই মনে করছেন তারা। চলতি দশকে উষ্ণতম হতে চলেছে এবারের দোল উৎসব।
হোলির দিন কততে পৌঁছবে পারদ?হোলির দিন আবহাওয়া কেমন থাকতে পারে? কত ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ? মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার ন্যূনতম তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা দিল্লিতে হতে পারে ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এর মাঝে ঝোড়ো হাওয়া বইবারও সম্ভাবনা রয়েছে। ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে বলে জানিয়েছে মৌসম ভবন। কেবলমাত্র সোমবার অর্থাৎ হোলির দিনই নয়, রবিবার ন্যাড়া পোড়ার দিনও এমনই তাপমাত্রা থাকবে রাজধানী শহরে। আবার সোমবার আংশিক মেঘলাও থাকবে দিল্লির আকাশ। ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে দিল্লিতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ থেকে ৩৬ ডিগ্রির মাঝামাঝি।
অন্য রাজ্যে কোথায় কেমন থাকবে হোলির তাপমাত্রা?উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে হোলি পর্যন্ত আবহাওয়া মনোরম থাকবে। পঞ্জাব এবং হরিয়ানা, পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম এবং পূর্ব রাজস্থানে ২৬ মার্চ পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
কোন কোন রাজ্যে হোলিতে বাড়বে তাপমাত্রা?ক্লাইমেট সেন্ট্রালের বিজ্ঞান বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড. অ্যান্ড্রু পর্শিং বলেন, 'খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ভারতে। শীতের মরশুমে যেভাবে দেশে তাপমাত্রা বেড়েছে, তা উদ্বেগজনক। ফেব্রুয়ারি এবং মার্চ মাসেও দেশের একাধিক অংশে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনকভাবে। রিপোর্ট বলছে, ১৯৭০ সালের পর এই প্রথম দেশের কয়েকটি রাজ্যে এই সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। যা নজিরবিহীন।' তিনি জানিয়েছেন, মহারাষ্ট্র, গুজরাট, মধ্য প্রদেশ সহ ন'টি রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলার সম্ভাবনা রয়েছে আগামী সোমবারের মধ্যে। অর্থাৎ হোলির দিন এ বছর জ্বালাপোড়া গরমের সাক্ষী থাকবে এই রাজ্যগুলির বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্বিসহ গরমের শিকার হবেন ছত্তিশগড় এবং বিলাসপুরের বাসিন্দারা। হোলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে বিলাসপুর, ইন্দোর, ভোপালে।