• ‘তৃণমূল নয়, লড়াই বিজেপির সঙ্গে’, 'প্রিয় দা’র আসন জিততে মরিয়া ভিক্টর
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • তৃণমূল কোনও ফ্যাক্টর নয় রায়গঞ্জ আসনে। লড়াইটা হবে বিজেপির সঙ্গে, এমনটাই দাবি করলেন রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমরান রমজ ওরফে ভিক্টর। ভোট প্রচার শুরু করেই তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করলেন তিনি। উল্লেখ্য, এই কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে সাংসদ হতেন জনপ্রিয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সী। সেই কেন্দ্রেই কংগ্রেসের প্রত্যাবর্তন হবে বলে দাবি ভিক্টরের।শনিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর পূর্ণবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টর। শনিবার কলকাতা থেকে রায়গঞ্জে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন ভিক্টর। তারপরে সিপিএম জেলা কার্যালয়ে বাম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃত্ব।

    বৈঠক শেষে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় অবস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সীর পূর্ণবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রার্থী সহ নেতৃত্বরা। এরপর শহরে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারাভিযান শুরু করেন বাম-কংগ্রেস জোট প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিক্টর বলেন, ‘তৃণমূল নয়, বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী! লড়াইটা কংগ্রেসের সঙ্গে বিজেপির হবে।’

    Congress Candidate List : কংগ্রেস হাইকম্যান্ডের আগেই লোকসভার প্রার্থী ঘোষণা অধীরের

    এই নির্বাচনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি। ভিক্টর বলেন, "ইন্ডিয়া জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়েছেন। তিনি এখন ভয় পাচ্ছেন, যদি কংগ্রেস সরকার গড়ে নেয় তাহলে ওঁর অবস্থানটা কোথায় হবে? বিজেপিতেও যেতে পারবেন কিনা সরাসরি। কেননা মানুষের কাছে নিজেকে দেখাচ্ছেন যে উনি বিজেপি বিরোধী। কংগ্রেসের কাছেও ঘেঁষতে পারবেন না। তাহলে যাবেনটা কোথায়?’

    রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে তীব্র কটাক্ষ করেন ভিক্টর। তিনি বলেন, ‘নির্বাচনের পরে রাজনীতি ছেড়ে জ্যোতিষীর দোকান খুলে বসুন ভালো হবে। কারণ আগে থেকেই যেভাবে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছেন। এত ভালো জ্যোতিষী পশ্চিমবাংলায় আর পাবেন না। ব্যবসা অনেক করেছেন এবারে জ্যোতিষীর কাজ করুন ভালো হবে।’ অপরদিকে, সিপিএম জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, ‘আজ সৌজন্যমূলক সাক্ষাৎকার হল। প্রার্থী আজ প্রথম আমাদের কার্যালয় আসলেন। আগামীতে কর্মসূচি যা হবে তা যৌথভাবে হবে। আমাদের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এবং দেশ থেকে বিজেপির শাসন মুক্ত করা।’
  • Link to this news (এই সময়)