কৌস্তভ বাগচীর বাড়ি থেকে রহস্যজনক চুরি, খোয়া গেল একাধিক মামলার নথি
এই সময় | ২৪ মার্চ ২০২৪
আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে চুরি। লক্ষাধিক টাকার জিনিস তাঁর বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে। তবে রহস্যজনকভাবে তাঁর বাড়ি থেকে চুরি গিয়েছে বেশ কিছু আইনি নথিও। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আইনজীবী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।বারাকপুর সেন্ট্রাল রোডে বাসিন্দা আইনজীবী তথা বিজেপি কর্মকর্তা কৌস্তব বাগচী। তাঁর বাড়িতে পাম্পিংয়ের কিছু কাজ চলছিল। একটি ঘরে স্যানিটেশনের কাজের কিছু জিনিসপত্র রাখা ছিল। স্যানিটেশন এবং ইন্টিরিয়র ডেকরেশনের জিনিস মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস ছিল সেই ঘরে। সেইসব কিছু কাল রাতে চুরি হয়ে যায় বলে জানা গিয়েছে।
গতকাল রাতে বাড়ি থেকে জলের পাম্প ইন্টিরিয়ার ডেকরেশনের সমস্ত জিনিসপত্র রাখা ছিল। একটি ঘরে তালা বন্ধ অবস্থায় ছিল সেগুলি। সেই তালা ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। কৌস্তভ বাগচী অভিযোগ করেন, শুধু ডেকরেশনের জিনিসপত্রই নয়, খোয়া গিয়েছে তার আইনি প্রচুর কাগজপত্র। এখানেই দানা বেঁধেছে রহস্য। কারণ সে ঘরেই থাকতো কাগজপত্রগুলো। সেগুলোও চুরি করে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আজ সকাল বেলা মিস্ত্রিরা কাজ করতে এসে দেখেন ঘরের তালা ভাঙা। ঘরের ভেতর কোনও জিনিসপত্র নেই। মিস্ত্রিরা পুরো বিষয়টি জানান কৌস্তভ বাগচীকে। এরপরেই খবর দেওয়া হয় টিটাগর থানায়। পুলিশ এসে পুরো বিষয়টি ঘেঁটে দেখে। কী কারণে কী ভাবে সমস্ত জিনিস খোয়া গেল খতিয়ে দেখছে পুলিশ। মিস্ত্রিরা অর্থাৎ যারা কাজ করছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিষয়টি নিয়ে কৌস্তভ বলেন, ‘এখান থেকে প্রায় আড়াই তিন লাখ টাকার স্যানিটেশন, বৈদ্যুতিক জিনিসপত্র চুরি তো হয়েছে। তবে, আমার চেম্বারে জায়গার অভাবের জন্য বেশ কিছু নথি, মামলার কাগজপত্র এই ঘরের ভেতরে রাখা ছিল। সেই কাগজপত্রগুলো গায়েব হয়ে গিয়েছে।’ মামলার জিনিসপত্র চুরি হওয়াটা খুবই আশ্চর্যজনক বলে দাবি করেছেন তিনি। কৌস্তভ জানান, তাঁর বাড়ির অন্যান্য বেশ কিছু জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে। তবে নির্দিষ্ট ওই ঘরে সিসিটিভি ছিল না। ওই ঘরের নির্মাণ কার্য পুরোপুরি শেষ হয়নি। ইলেকট্রিক কানেকশন নেই। সেই কারণে, সিসিটিভি লাগানো ছিল না বলে জানান তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চুরির ঘটনা ঘটেছে বলেই মনে করছেন তিনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুক, আবেদন জানিয়েছেন বিজেপি নেতা।