জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ ভারতীয় সেনাবাহিনীর তরফে ২৬ মার্চ অনুষ্ঠিত হতে চলা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে একটি সেমিনারের সমালোচনা করেছেন। সেনাবাহিনীর তরফে কাশ্মীরের মতো একটি “সংবেদনশীল” স্থানে অভিন্ন দেওয়ানি বিধির মত বিষয়ে বিষয়ের উপর আয়োজিত হতে চলা সেমিনারের সমালোচনা করেছেন তিনি।