• 'ইডেন বেল' বাজালেন স্টার্ক, শাহরুখের টানেও ভরল না গ্যালারি...
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: কলকাতায় আইপিএলের বোধন। তাও আবার শনিবার রাতে। যেখানে আগাম আগমনী বার্তা দিয়ে রেখেছেন শাহরুখ খান। যা একেবারেই কিং খান সুলভ নয়। তারওপর গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন। শ্রেয়স আইয়ারের কেকেআরের অধিনায়ক হিসেবে হাতেখড়ি। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের দ্বৈরথ। এতগুলো ফ্যাক্টর থাকা সত্ত্বেও ম্যাচের শুরুতে গ্যালারি ভরল না। এই নজির সচরাচর দেখা যায় না কলকাতায়। নির্বাচনের প্রাক্কালে কল্লোলিনীতে শুরু ক্রিকেট উৎসব। অন্যান্যবার খেলা শুরুর দু"ঘণ্টা আগে থেকে একটা সাজ সাজ রব থাকে। রাস্তার দু"ধারে বিক্রি হয় সারি সারি জার্সি, পতাকা, টুপি। গালে, কপালে তেরঙ্গা আঁকানোর জন্য থাকে তরুণ-তরুণীদের ভিড়। শনিবাসরীয় রাতেও তেমনই কিছু আশা করা গিয়েছিল। কিন্তু তেমন উন্মাদনা চোখে পড়ল না। ইডেন চত্বরে পতাকা বিক্রি হলেও সেটা কেনার লোক কম। শুরুতে কেকেআর-সানরাইজার্স ম্যাচের টিকিটের চাহিদা তেমন না থাকলেও, শুক্রবার পারদ চড়েছিল। কিন্তু এদিন সেই ৬৬ হাজারের চেনা ইডেনকে পাওয়া গেল না। লোয়ার টিয়ারও প্রায় ফাঁকা। টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। তারপর আগের তুলনায় কিছুটা ভরে গ্যালারি। কিন্তু কলকাতায় প্রথম ম্যাচ হিসেবে সেটা যথেষ্ট নয়। অন্তত এতগুলো বছর ধরে আমরা আইপিএলে যে চিত্র দেখে এসেছিল, এদিন সেটা চাক্ষুষ করা যায়নি। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের জন্যই অপেক্ষা করছে শহরের ক্রিকেটপ্রেমীরা। এদিন "ইডেন বেল" বাজিয়ে আইপিএলের বোধন করেন মিচেল স্টার্ক এবং ইয়ান বিশপ। 
  • Link to this news (আজকাল)