• দুর্ঘটনা অতীত, ১৫ মাস পর মাঠে ফিরলেন ঋষভ পন্থ
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক বছর তিনমাস পর মাঠে ফিরলেন ঋষভ পন্থ। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রত্যাবর্তন হল তাঁর। মাঠে ফিরেই ঋষভ জানিয়ে দিলেন, দুর্ঘটনার কথা ভাবতেই চান না। টসের পর এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে পন্থ বলেন, "এই মুহূর্তটা আমার কাছে খুবই আবেগের। কিন্তু খুব বেশি ভাবতে চাই না। দুর্ঘটনার কথা মনে রাখতে চাই না। আমি এতদিন পর মাঠে নেমেছি। খেলা উপভোগ করতে চাই। গত মরশুমে যা হওয়ার হয়ে গিয়েছে। সেটা এখন অতীত। এবার নতুন করে শুরু করছি আমরা। আশা করছি এবার আমরা ভাল খেলব।" দীর্ঘ ১৫ মাস পর বাইশ গজে প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেছেন ঋষভ পন্থ। ২০২২ সালে ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার পর থেকে মাঠের বাইরে ছিলেন দিল্লির অধিনায়ক। গুরুতর আহত হয়েছিলেন তিনি। মাঠে ফেরা নিয়ে সংশয় ছিল। আগের আইপিএলে খেলতে পারেননি পন্থ। তাঁর জায়গায় দলেক নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার। লিগের শেষদিকে ক্রাচ নিয়ে মাঠে আসতে দেখা গিয়েছিল পন্থকে। কিন্তু মনোবল এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরিস্থিতি জয় করে তরুণ ক্রিকেটার। এবার তিনি সম্পূর্ণ ফিট। যদিও প্রথমদিকে উইকেটকিপিং করতে দেখা যাবে না তাঁকে। তবে দিল্লিকে নেতৃত্ব দেবেন পন্থ। এখনও পর্যন্ত আইপিএল জেতেনি দিল্লি। নতুন জীবন ফিরে পাওয়ার পর এবার সেই অধরা স্বপ্ন পূরণ করতে চাইবেন ঋষভ পন্থ। 
  • Link to this news (আজকাল)