• ভোট প্রচার শুরু করলেন কল্যাণ ব্যানার্জি
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: ‌জেলা রাজনীতিতে দক্ষ সংগঠক হিসেবেই পরিচিত। তাই নির্বাচনে প্রার্থী হওয়ার পরও লাগাতার চালিয়ে গেছেন সংগঠন মজবুত কুরার কাজ। অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা যখন পুরোদস্তুর প্রচারে মগ্ন, এদিকে একাই তিনি ঘুরে বেড়িয়েছেন। আর কর্মীসভা,‌ বৈঠক করেছেন। সারাদিন ধরে চালিয়েছেন সাংগঠনিক বৈঠক। আপাদমস্তক ঝালিয়ে দেখেছেন সাংগঠনিক শক্তি। খামতি থাকলে সঙ্গে সঙ্গে তা পূরণ করেছেন। সাংগঠনিক ক্ষমতা সম্পর্কে আত্মতুষ্টি মেলার পরই নির্বাচনী প্রচারের ময়দানে নামলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি। শনিবার সকালে চন্ডীতলা থানার অন্তর্গত চন্ডীমাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। পায়ে হেঁটে চন্ডীতলা, নৈটি, জনাই, বাক্সা এলাকায় জনসংযোগ করেন। পরে হুডখোলা জিপে রোড শো করেন। কল্যাণ ব্যানার্জি টানা তিনবার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। চতুর্থবারের জন্য আবার দল তাঁর উপরেই ভরসা রেখেছে। কল্যাণ বাবুর বিরুদ্ধে প্রার্থী সিপিএম এর তরুণ মুখ দীপ্সিতা ধর। আইএসএফ প্রার্থী করেছে সাহরিয়ার মল্লিককে। তবে বিজেপি এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি। এদিন প্রচারে বেরিয়ে কল্যাণ ব্যানার্জি বলেছেন, প্রতিবারের মত এবারও চন্ডীতলার চন্ডীমাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। সাতটা বিধানসভা এলাকায় কর্মীসভা করেছেন। এবার মানুষের কাছে ভোট চাইছেন। মমতা ব্যানার্জির প্রার্থী তিনি। পরপর তিনবার জিতেছেন। টানা ১৫ বছর ধরে সাংসদ রয়েছেন। সব বয়সের মানুষের জন্য কাজ করেছেন। তিনি নিশ্চিন্ত, শ্রীরামপুর কেন্দ্রের মানুষও তার সঙ্গেই রয়েছে। ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)