• ওদের দোল, ফুলদোল
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • তীর্থঙ্কর দাস: বসন্ত এলেই আকাশের রং বদলে যায় আপন মতে। শনিবার চৈত্র মাসের ৯ তারিখ। সোমবার দোলযাত্রা। আমরা দোলে নিজেদের বিভিন্ন রঙের রাঙিয়ে তুলতেই ব্যস্ত থাকি দিনভর। কিন্তু ওরা? ওরাও কিন্তু এই বসন্ত এলেই নিজেদের মতো করে রাঙিয়ে তোলে নিজেদের। ওরা বলতে, দৃষ্টিহীনেরা। শহর কলকাতার বুকে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুলে পড়ানো হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত। প্রতি বছর "শারদীয়া" আয়োজন করে "ফুলদোল"। এবার দশম বর্ষে পা দিল দৃষ্টিহীনদের ফুলদোল। আমার আপনার মত কিন্তু ওরা আবির বা রং দিয়ে বসন্ত উৎসব পালন করে না। ওরা সাজে ফুলের পাপড়ি আর ফুলের মালায়। দীর্ঘ ১০ বছর ধরে একই রকমভাবে দৃষ্টিহীন ছেলেমেয়েরা মেতে ওঠে আনন্দে। ফুল ছুঁড়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই ওরা উদযাপন করে দোল। ওদের অনেকেরই দৃষ্টিশক্তি হারিয়েছে রংয়ের জন্য, যার ফলে ওদের মধ্যে কাজ করে ভয়। ওদের কাছে রঙ হোক বা আবির সবকিছুই কালো। "প্রতিবছরের মতো এবছরও ফুলদলের মাধ্যমে ওদের জীবনের কিছুটা সময় রঙিন করে তোলাই আমাদের লক্ষ্য", বললেন শারদীয়ার প্রতিষ্ঠাতা সৌমেন কুমার সাহা। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারাও একই সঙ্গে মেতে ওঠেন ফুলদোল উদযাপনে।
  • Link to this news (আজকাল)