• 'চিরন্তন অ্যালজাইমার্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল', উপাচার্য নিয়োগ প্রসঙ্গে বিস্ফোরক ব্রাত্য...
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "রাতে একরকম কথা বলছেন রাজ্যপাল সকালে আবার সেটা ভুলে যাচ্ছেন সকালে যেটা বলছেন রাতে ভুলে যাচ্ছেন। এরকম চিরন্তন একটা অ্যালজাইমার্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল।" রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সেই প্রসঙ্গেই শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ছিল রাজ্যের শিক্ষক সংগঠন ওয়েবকুপার। আর এই সম্মেলনেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী। বলেন, "আমরা চাইলেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে পারতাম। কিন্তু তাতে অচলাবস্থা আরও বাড়ত। আমরা চাই সুষ্ঠ বৈঠকের মাধ্যমে সবটা মেটাতে। দুই পক্ষের বৈঠকের জন্য আমাদের সদিচ্ছা থাকলেও অপর পক্ষ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি।" এদিন ওয়েবকুপার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রথীন্দ্রনাথ বসু, মনোজিৎ মণ্ডল, ওয়েবকুপার সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু, সুমন ব্যানার্জি এবং মণিশঙ্কর মণ্ডল। সুপ্রিম কোর্টের তরফে রাজ্যপালকে নির্দেশ দেওয়া হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব উপাচার্য নিয়োগ বিলে সই করতে হবে। তারপরেও বিলে সই না করায় সরব হয়েছেন ওয়েবকুপার সদস্যরা।
  • Link to this news (আজকাল)