• দোলের দিন কখন থেকে মিলবে কলকাতা মেট্রো '
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  দোলযাত্রা উপলক্ষ্যে কলকাতা মেট্রো রেল গ্রীণ লাইন সার্ভিসে আগামী সোমবার এসপ্ল্যানেড ও হাওড়া স্টেশনের মধ্যে ১৩০ টির পরিবর্তে শিয়ালদা থেকে ২১ ও হাওড়া ময়দান থেকে ২১ সহ মোট ৪২ টি ট্রেন চালাবে এবং শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ এর মধ্যে ১০৬ এর পরিবর্তে শিয়ালদহ থেকে ১১ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে ১১ সহ মোট ২২ টি ট্রেন চালাবে। উভয় ক্ষেত্রে ট্রেন পরিষেবা দুপুর তিনটে থেকে শুরু হবে এবং এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানের মধ্যে ১৫ মিনিট অন্তর এবং শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে ৩০ মিনিট অন্তর পরিষেবা চালু থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর। ওই দিন হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল সাতটার পরিবর্তে দুপুর তিনটে নাগাদ শুরু হবে এবং শেষ পরিষেবা রাত ৯ টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ৮ টায় শেষ হবে। অন্যদিকে, শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা সকাল ৬ টা ৫৫ মিনিট ও সাতটার পরিবর্তে দুপুর তিনটে শুরু হবে। এবং শেষ পরিষেবা সল্টলেক সেক্টর ফাইভ ও শিয়ালদা থেকে রাত ৯ টা ৪০ মিনিট ও ৯ টা ৩৫ মিনিটের পরিবর্তে উভয় দিক থেকে রাত ৮ টায় শেষ পরিষেবা পাওয়া যাবে বলে মেট্রো রেল সূত্রের খবর।
  • Link to this news (আজকাল)