Congress Candidate List 2024 : লিস্টে বাংলার ১, বারাণসীতে মোদীর মুখোমুখি কে? কংগ্রেসের চতুর্থ প্রার্থীতালিকায় একগুচ্ছ চমক
এই সময় | ২৪ মার্চ ২০২৪
অবশেষে উত্তর প্রদেশের বেশ কয়েকটি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করল কংগ্রেস। শনিবার রাতে প্রকাশিত হল কংগ্রেসের চতুর্থ দফার প্রার্থীতালিকা। এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাবেন অজয় রায়। তবে এই নয়া লিস্টেও নেই আমেঠি এবং রায়বরেলির নাম।উল্লেখ্য, চতুর্থ দফার প্রার্থীতালিকায় ৪৬ জনের নাম ঘোষণা করল কংগ্রেস। এর মধ্যে অন্যতম উল্লেখ্যযোগ্য বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং। তিনি মধ্য প্রদেশের রাজগড় আসন থেকে লড়বেন। বারাণসীর মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন অজয় রায়। এ ছাড়াও তামিলনাড়ুর শিবগঙ্গা আসনের প্রার্থী চিদম্বরমের পুত্র কার্তি পি চিদম্বরম। সদ্য কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন BSP সাংসদ দানিশ আলিকে টিকিট দেওয়া হয়েছে উত্তর প্রদেশের আমরোহা থেকে। পশ্চিমবঙ্গের একটি আসনেও প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। কোচবিহার থেকে লড়বেন পিয়া রায়চৌধুরী।
৪৬ জন প্রার্থীর মধ্যে এদিনের তালিকায় রয়েছে অসমের লখিমপুর আসন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়ের বস্তার, জম্মু ও কাশ্মীরের উধমপুর এবং জম্মু আসনগুলি। এ ছাড়াও রয়েছে মধ্য প্রদেশের ১১টি, মহারাষ্ট্রের চারটি, মণিপুরের দু'টি, মিজোরামের একটি, রাজস্থানের দু'টি এবং একটি আসন RLP-কে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকায় রয়েছে তামিলনাড়ুর সাতটি এবং উত্তর প্রদেশের ১১ট আসন। পশ্চিমবঙ্গের কোচবিহার আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
এ ছাড়াও সিকিমের বিধানসভা নির্বাচনের জন্য ১৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে হাত শিবির।
আমেঠি-রায়বরেলি নিয়ে সাসপেন্স অব্যাহতআমেঠিতে এবারও BJP- ভরসা স্মৃতি ইরানিই। কিন্তু, কংগ্রেসের প্রার্থী কে? সপ্তাহখানেক আগেও সেখানকার কংগ্রেস কর্মীদের জোরাল দাবি ছিল, গান্ধী পরিবারের কাউকেই চাই। কিন্তু, দলীয় সূত্রে খবর, এই আসনে প্রিয়াঙ্কা কিংবা রাহুল লড়তে আগ্রহী নন। ফলে থিতিয়ে গিয়েছে কর্মীদের উৎসাহও। চতুর্থ প্রার্থী তালিকাকেও আমেঠি এবং রায়বরেলি নিয়ে সাসপেন্সের অবসান ঘটাল না হাত শিবির। ফলে হতাশা গ্রাস করছে এই দুই কেন্দ্রের কংগ্রেস কর্মীদের মধ্যে। আমেঠিতে সম্ভবত অ-গান্ধী কেউ দাড়াচ্ছেন। আপাতত দলীয় সূত্রে খবর এমনটাই। যদিও জল্পনায় কোনওরকম সিলমোহর দেয়নি হাইকমান্ড। যদিও এই দুই আসনে ভোটের দফা অনেকটাই পরে, তা সত্ত্বেও সরগরম প্রচারের বাজারে প্রার্থীদের নাম ঘোষণা না হওয়ায় অসন্তোষ বাড়তে শুরু করেছে হাত শিবিরের অন্দরে। গান্ধী পরিবার কেন এই দুই ঐতিহ্যবাহী আসন থেকে মুখ ফেরাচ্ছে, তা নিয়ে নানা চর্চা চলছে।