• BJP Candidate List West Bengal : সিটিং MP-দের ভাগ্য নিয়ে দোলাচল, কেন্দ্র বদল হেভিওয়েটের? রবিতেই ২৩ আসনে প্রার্থী ঘোষণা BJP-র?
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • মার্চ মাসেই রাজ্যের ২০টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। এরপর রাজনৈতিক জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। তাঁরা জোর কদমে প্রচারও শুরু করেছে। এদিকে বিজেপির বহু নেতা যাঁরা ২০১৯ সালের লোকসভায় জয় এনে দিয়েছিলেন তাঁরা আদৌ টিকিট পাবেন কিনা , তা বুঝে উঠতে পারছেন না।সবথেকে বেশি চর্চা চলছে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে। মেদিনীপুরের পাশাপাশি তাঁর সম্ভাব্য ভোটে লড়ার আসন হিসেবে আসানসোল-দুর্গাপুরের নাম সামনে আসছে। এই নিয়ে দিলীপ ঘোষ অবশ্য জানিয়েছেন, দলের সিদ্ধান্তই সর্বোপরি। তবে মেদিনীপুরের সঙ্গে যে তাঁর আত্মার সম্পর্ক তা জানাতে ভোলেননি। পাশাপাশি তাঁর আসন বদলের জল্পনায় যে মেদিনীপুরের অনেক ব্যবসায়ী তাঁকে ফোন করছেন, সেকথাও জানাতে ভোলেননি দিলীপ ঘোষ। দিলীপের কথায়, ‘ওদের আশঙ্কা আমি না থাকলে আবার অসামাজিক কাজ শুরু হবে।’

    পাশাপাশি রায়গঞ্জ কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরী, জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, দার্জিলিং থেকে রাজু বিস্তারা আদৌ টিকিট পাবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে বঙ্গ বিজেপির নীচু তলার কর্মীদের দাবি, দল যে সিদ্ধান্তই নিক, তা যেন দ্রুত নেয়।

    জানা গিয়েছে, শনিবার বঙ্গ বিজেপির প্রার্থী তালিকা নিয়ে নির্বাচনী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তার আগেই সেখানে গিয়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার দোল। প্রচারের নিরিখে অভিনব ভূমিকায় দেখা যেতে পারে অন্য়ান্য দলের প্রার্থীদের।

    সূত্রের খবর, রবিবারই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপি নেতৃত্ব। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুু জানানো হয়নি এখনও। এই প্রার্থী তালিকায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাপস রায়ের নাম নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই মেদিনীপুর কেন্দ্র নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছে। চর্চা তুঙ্গে যে এই কেন্দ্র থেকে এক মহিলা প্রার্থীর কথা ভাবা হচ্ছে।

    কিন্তু, তাঁকে গ্রহণ করা নিয়ে দলের অন্দরেই রয়েছে দ্বিমত। সূত্রের খবর, দলীয় কর্মীদের একাংশের দাবি, দিলীপ ঘোষের বিকল্প তিনি হতে পারেন না! সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে কি আদৌ মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে? নাকি অন্য কোনও কেন্দ্রে তাঁকে দেওয়া হবে? আর সেই ক্ষেত্রে মেদিনীপুরে বিকল্প কে? একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন প্রশ্ন, আজ কি বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা?
  • Link to this news (এই সময়)