Kate Middleton: ক্যানসারের কথা বাচ্চাদের বলাই ছিল কেটের চ্যালেঞ্জ
এই সময় | ২৪ মার্চ ২০২৪
এই সময়: তিন সন্তানই শিশু। বড় ছেলে জর্জ, সে ১০ বছরের। তার পর ৮ বছরের মেয়ে শার্লট। সবার ছোট যে, সে ৫ বছরের ছেলে লুই। ওরা ব্রিটিশ রাজ পরিবারের সদস্য। প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটনের তিন ছেলে-মেয়ে। তবে ক্যান্সার রোগটা তো বংশ-কুল-মর্যাদার নিরিখে কাউকে রেয়াত করে না! ওদের মা কেট ক্যান্সারে আক্রান্ত। প্রিন্সেস অফ ওয়েলস কেট শুক্রবারই দু'মিনিটের এক ভিডিয়ো স্টেটমেন্টে জানিয়েছেন, এখন তাঁর কেমোথেরাপি চলছে। বছর বিয়াল্লিশের কেট গত ডিসেম্বর থেকে জনসমক্ষে আসছিলেন না। জানুয়ারিতে তলপেটে একটি অপারেশন করানোর পর ধরা পরে, তাঁর শরীরে বাসা বেঁধেছে কর্কট রোগ। এবং কেট জানাচ্ছেন, সব চেয়ে গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ ব্যাপার ছিল তাঁর বাচ্চাদের সবটা জানানো।ক্যান্সারে কেটের আক্রান্ত হওয়ার খবর বাড়ির লোকজনের কাছে ছিল স্তম্ভিত করে দেওয়া একটা ব্যাপার। যার ফলে 'কয়েকটা মাস অবিশ্বাস্য রকমের চাপের' কেটেছে রাজ পরিবারের। কেটের কথায়, 'আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, খবরটা শোনা ইস্তক ধাতস্থ হতে কতটা সময় লাগতে পারে। অত বড় একটা সার্জারি থেকে সুস্থ হয়ে ওঠার পর ক্যান্সারের চিকিৎসা শুরু হলো। তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল, তা হলো, জর্জ, শার্লট আর লুইয়ের কাছে সবটা খুলে বলা। তার জন্য সময় লেগেছে। কী ভাবে বললে ওদের পক্ষে ঠিক হবে, সেটা ভাবতে হয়েছে। সবটা বলে ওদের বার বার আশ্বস্ত করতে হয়েছে যে, আমি ঠিক হয়ে যাব।' প্রিন্সেস অফ ওয়েলসের সংযোজন, 'উইলিয়াম আর আমি তিন সন্তানের বাবা-মা। কচিকাঁচাদের সংসার। পরিবারের স্বার্থে, সবটা যাতে আমাদের মধ্যেই থাকে, সে জন্য উইলিয়াম আর আমি যা যা করা দরকার, সব করেছি।' তিন ছেলেমেয়েকে যা বলেছেন, জনতার উদ্দেশে বার্তায় তারই পুনরাবৃত্তি করেছেন কেট- 'আমি ভালো আছি এবং প্রতিদিন জোর পাচ্ছি। ওদেরও (বাচ্চাদের) আমি এই কথাই বলেছি। আমি এখন সে সবে মনোনিবেশ করছি, যেগুলো আমাকে সুস্থ হতে সাহায্য করবে; মনের দিক থেকে, শরীরের দিক থেকে এবং অন্তরাত্মার দিক থেকে।'
খুব কঠিন এই সময়ে পাশে থাকা তাঁর স্বামী প্রিন্স উইলিয়ামকে প্রিন্সেস কেট ধন্যবাদ জানিয়েছেন। উইলিয়াম তাঁকে যে ভাবে সহায়তা করেছেন, গোটা বিষয়টা যে ভাবে অন্তরালে রেখেছেন, সে জন্য। কেটের কথায়, 'উইলিয়ামকে পাশে পেয়ে আমি যেমন স্বচ্ছন্দ বোধ করেছি, তেমনই নিশ্চিন্ত হয়েছি। ওর মতো ভালোবাসা, সহায়তা এবং উদারতা আপনারাও অনেকে দেখিয়েছেন। আমাদের দু'জনের কাছেই এটা খুব বড় ব্যাপার।' কেটের বক্তব্য, 'আমার চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত পরিবার হিসেবে আমাদের কিছুটা সময়, স্পেস ও নিভৃতি দরকার।'