• BJP Candidate List 2024 : রবিতে নয়া প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির! বাদ পড়তে পারেন কোন কোন স্টার সাংসদ?
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। কংগ্রেস শনিবার রাতে চতুর্থ প্রার্থীতালিকা ঘোষণা করে ফেলেছে। সেখানে উত্তর প্রদেশের নয় আসনে প্রার্থীদের নাম প্রকাশ্যে এসেছে। অথচ এখনও যোগীরাজ্যের ২৫ আসনে প্রার্থী ঘোষণা করেনি BJP। বাকি রয়েছে বাংলার ২২টি আসনও। এই বিলম্ব নিয়ে কর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে রবিবারই পঞ্চম প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির। এই তালিকায় একাধিক হেভিওয়েট থাকতে পারেন। আবার বাদ পড়তে পারে বর্তমান সাংসদদের নামও।উত্তর প্রদেশসূত্রের খবর, যোগীরাজ্যের ২৫টি আসনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ফেলেছে BJP। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে শনিবার রাতে উত্তর প্রদেশের বাকি আসনগুলিতে প্রার্থীদের বেছে নেওয়া হয়ে গিয়েছে। এই বৈঠকে নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক এবং BJP রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। সূত্রের খবর, একাধিক বর্তমান সাংসদের টিকিট কাটা হচ্ছে এবারের লোকসভা নির্বাচনে।

    কোন কোন প্রার্থীর টিকিট না পাওয়ার সম্ভাবনা?সূত্রের খবর, যে যে বর্তমান সাংসদের টিকিট কাটা যেতে পারে সেই তালিকায় রয়েছেন, প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের কন্যা এবং বদায়ুঁর সাংসদ সংঘমিত্রা মৌর্য, প্রয়াগরাজের সাংসদ রিতা বহুগুনা জোশি, কানপুরের সাংসদ সত্যদেব চৌধুরী, বহরাইচের সাংসদ অক্ষয়বর লাল গোন্ডে, বরেলির সাংসদ সন্তোষ গঙ্গওয়ার, মেরঠের সাংসদ রাজেন্দ্র আগরওয়াল, গাজিয়াবাদের সাংসদ বিকে সিং। কেসরগঞ্জের সাংসদ বৃজভূষণ শরণ সিং, পিলভিটের সাংসদ বরুণ গান্ধী, সুলতানপুরের সাংসদ মানেকা গান্ধীর নাম নিয়েও বিশাল চর্চা চলছে। মানেকা বা বরুণ গান্ধীর মধ্যে একজনের টিকিট কাটা পড়ছে বলেই সূত্র মারফত খবর। বৃজভূষণ শরণ সিংকে ফের একবার টিকিট দেওয়া হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

    বাংলাএখনও পর্যন্ত বাংলার ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে BJP। তারপর একের পর এক লিস্ট বের করা হলেও বাংলায় ব্রাত্যই রয়ে গিয়েছে। তৃণমূলের ৪২ আসনে প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে নানা জল্পনা শুরু হয়েছে। কোন কেন্দ্রে তৃণমূলকে কে চ্যালেঞ্জ জানাবে তা নিয়ে কাটাছেঁড়া চলেছে। তবুও সংশয় রয়ে গিয়েছে বেশ কয়েকজন বর্তমান সাংসদকে নিয়ে। উত্তর প্রদেশের মতো বাংলা থেকেও কি বর্তমান সাংসদরা বাদ পড়তে পারেন? ২০১৯ সালের লোকসভায় জয় এনে দিয়েছিলেন যারা তাঁদের মধ্যেও কি কোনও কোনও হেভিওয়েট বাদ পড়তে পারেন? জল্পনা রটেছে দিলীপ ঘোষকে নিয়ে। মেদিনীপুরের জেতা আসন থেকে কেন দিলীপ ঘোষের নাম আগের তালিকাগুলো ঘোষণা করা হল না? তবে কি কেন্দ্র বদলাচ্ছে তাঁর? দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, তাঁকে ফের একবার টিকিট দেওয়া নিয়েও না কি দোলাচল তৈরি হয়েছে। রায়গঞ্জ কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরী, জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায়, দার্জিলিং থেকে রাজু বিস্তারা আদৌ টিকিট পাবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত যদিও মুখে কুলুপ এঁটেছে বঙ্গ BJP নেতৃত্ব।
  • Link to this news (এই সময়)