Arvind Kejriwal Latest News : জেল থেকেই সরকার! রবি সকালে প্রথম অর্ডার জারি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
এই সময় | ২৪ মার্চ ২০২৪
জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করলেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সকালে তিনি প্রথম নির্দেশ জারি করলেন। ED হেফাজতে থাকাকালীন প্রথম কী অর্ডার দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী?জেল থেকে কেজরির নির্দেশমন্ত্রী অতিশি বলেন, 'জল দফতরের জন্য প্রথম অর্ডার ইস্যু করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। একটি নোট পাঠিয়েছেন তিনি।' প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ জল দফতরের মন্ত্রী অতিশি একটি বড়সড় প্রেস কনফারেন্স করবেন। সেখানেই জানানো হবে দিল্লির মুখ্যমন্ত্রীর জেল থেকে দেওয়া প্রথম নির্দেশ।
রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে আগামী ২৮ মার্চ পর্যন্ত ED হেফাজতে রয়েছেন কেজরিওয়াল। শনিবার রাতে ED হেফাজতের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। মামলাটি দ্রুত শুনানির আর্জিও রাখা হয়েছিল কেজরিওয়ালের পক্ষ থেকে। যদিও দিল্লি হাইকোর্টে তিনি ফের একবার ধাক্কা খেলেন। জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ২৭ মার্চ হোলির ছুটির পর আদালত খুললেন কেজরিওয়াল মামলার শুনানি করবে দিল্লি হাইকোর্ট।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা ভগবন্ত মানের বক্তব্য, যদি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হয় তবে আদালতের অনুমতি নিয়ে জেলেই মুখ্যমন্ত্রীর দফতর তৈরি করবেন তাঁরা। সেখান থেকই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি নিজেও জানিয়েছেন, কোনও জেল তাঁকে আটকে রাখতে পারবে না। জেল থেকেই সরকার চালাবেন তিনি। দেশের মানুষের প্রতি তিনি নিজেরে সঁপে দিয়েছেন। তাই প্রতিশ্রুতি রাখবেনই। তবে ভগবন্ত মান কিংবা অতিশির কথা অনুযায়ী আদৌ কি জেল থেকে সরকার চালাবে সক্ষম হবেন কেজরিওয়াল?
কী বলছে আইন?আইন বিশেষজ্ঞদের মতে, গ্রেফতারির পর কোনও মুখ্যমন্ত্রীর তাঁর পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক নয়। গ্রেফতার হওয়া মানেই আইনের চোখে যে দোষী নয়। কোনও মুখ্যমন্ত্রী গ্রেফতার হলে তাঁর পদ চলে যায় না। তবে এক্সপার্টরাও এটিও খতিয়ে দেখছেন, জেল থেকে সরকার চালানো আদৌ কতটা যুক্তিযুক্ত। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে তেমনটা সম্ভব কি না, সেটিও বিচার করে দেখা হচ্ছে। জেলের নিয়মবিধির উপরও বেশিরভাগটা নির্ভর করে। লোকসভার প্রাক্তন মহাসচিব এবং সংবিধান বিশেষজ্ঞ পি ডি টি আচার্যর মতে, 'ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ক্যাবিনেট মিটিং সম্ভব। তবে জেল থেকে ক্যাবিনেট মিটিং করার জন্য জেল প্রশাসনের অনুমতির প্রয়োজন। অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি হলে এবং কর্তৃপক্ষ তাঁকে অনুমতি দিলে তিনি জেল থেকেই সরকার চালাতে পারবেন।'