শনিবারই তাঁর বাড়িতে হানা দিয়েছিল CBI। 'অর্থের বিনিময়ে প্রশ্ন' মামলাতেই এই তল্লাশি বলে জানা যায়। দিনভর চলে তল্লাশিও। তাঁর করিমপুর কার্যালয় থেকে CBI বেরিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন মহুয়া মৈত্র। যেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। দু'জনেই দূরবীনে চোখ রেখেছেন। ক্যাপশানে মহুয়া লিখেছেন, 'CBI বাড়িতে এবং আমার নির্বাচনী অফিসে এসেছিল। ওরা তল্লাশি চালিয়েছে। কিছু পায়নি। এদিকে আমি এবং সায়নী খুঁজছি আমার বিরুদ্ধে বিজেপি প্রার্থী কারা।'উল্লেখ্য, কৃষ্ণনগরে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। কিন্তু, যাদবপুর লোকসভা কেন্দ্রে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। সবমিলিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে মহুয়ার কণ্ঠে। উল্লেখ্য, ক্যাশ ফর কোয়ারি বা উৎকোচের বিনিময়ে প্রশ্ন করা মামলায় গত ১৯ মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দেয় লোকপাল। এরপরেই গতকাল শনিবার তাঁর আলিপুরে বাবার বাড়ি এবং আরও কয়েকটি জায়গায় যায় CBI। এদিকে লোকসভা নির্বাচনের আগে এই তল্লাশি মোটেও ভালো চোখে দেখছেন না রাজ্য শাসক শিবিরের নেতারা। 'এজেন্সি রাজনীতি' প্রসঙ্গ শোনা যাচ্ছে রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে।
উল্লেখ্য, প্রথম বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে অর্থ নিয়ে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। এরপর গত ৮ ডিসেম্বর লোকসভায় সাংসদ পদ খোয়াতে হয় তাঁকে। যদিও পুরোটিই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি তৃণমূলের। সুপ্রিম কোর্টের দরজাতেও কড়া নেড়েছেন মহুয়া মৈত্র।
এদিকে তাঁর উপরেই ভরসা রেখেছে দল। লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্রকেই প্রার্থী করেছে তৃণমূল। কৃষ্ণনগর কেন্দ্রে তাঁর বিরুদ্ধে বিজেপি এখনও প্রার্থী দেয়নি। তবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হিসেবে উঠে আসছে কৃষ্ণনগর রাজবাড়ির ‘রানিমা’ অমৃতা রায়। তিনি লোকসভা নির্বাচনের ঠিক মুখে যোগদান করেছেন বিজেপিতে। কৃষ্ণনগরের প্রার্থী নিয়ে বেশ কিছু নামের উপর চর্চা হয়েছিল। তাঁর মধ্যে ছিলেন এক প্রাক্তন ক্রিকেটারও।
কিন্তু, শোনা যায়, তিনি ভোটে লড়াই করতে রাজি হননি। প্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবুর ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী করার বিষয়ে বিজেপির মধ্যে আলোচনা হলেও শেষমেশ তিনি রাজি হননি। শোনা যায় এরপরেই উঠে আসে রানিমা প্রসঙ্গ। এখন দেখার এই কেন্দ্র থেকে কে প্রার্থী হন বিজেপির!