• কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে মন্তব্য, জার্মান রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকে...
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর মুখ খুলেছে জার্মানি। এই হস্তক্ষেপে ক্ষুব্ধ কেন্দ্র। দিল্লিতে মোতায়েন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জর্জ এঞ্জওয়েলারকে তলব করা হয়েছে বিদেশমন্ত্রকে।সাউথ ব্লকে বিদেশমন্ত্রকের দপ্তরে তাঁকে হাজির দিতে বলা হয়েছে। কেজরিওয়ালের গ্রেপ্তারির পর জার্মানির বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বলেছেন, “জার্মানি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বিষয়টি পর্যবেক্ষণ করছে। আমরা জানি ভারত গণতান্ত্রিক দেশ। যেখানে ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের রয়েছে। কেজরিওয়ালও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পাওয়ার অধিকার রাখেন।" এ মন্তব্যের পরেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, "এই ধরনের মন্তব্য করা মানে দেশের বিচারপ্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ করা। বিচারবিভাগের স্বাধীনতার অবমূল্যায়ন হচ্ছে। ভারত গণতান্ত্রিক দেশ। তাই এমন আচরণ কাম্য নয়।"
  • Link to this news (আজকাল)