• 'নরেন্দ্র মোদীকে ২৮ পয়সার পিএম বলা উচিত', আবারও বেনজির আক্রমণ উদয়নিধি স্ট্যালিনের
    আজ তক | ২৪ মার্চ ২০২৪
  • তামিলনাড়ুর মন্ত্রী এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন শনিবার তহবিল বরাদ্দ নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে আবারও তোপ দেগেছেন। তিনি অভিযোগ করেছেন যে ট্যাক্স হিসাবে দেওয়া প্রতি টাকার জন্য রাজ্যকে মাত্র ২৮ পয়সা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি আরও বেশি অর্থ পায়। রামানাথপুরম এবং থেনিতে পৃথক সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ছেলে উদয়নিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষa করেন। তিনি বলেন, 'এখন থেকে আমাদের প্রধানমন্ত্রীকে ২৮ পয়সার প্রধানমন্ত্রী বলা উচিত।'

    উদয়নিধি স্ট্যালিন বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের সমালোচনা ব্যাহত রেখেছেন এবং দাবি করেছেন যে তামিলনাড়ুর শিশুদের ভবিষ্যত ধ্বংস করার জন্যই কেন্দ্র জাতীয় শিক্ষা নীতি নিয়ে এসেছে। তিনি বলেন যে রাজ্যে তহবিল, উন্নয়নমূলক প্রকল্প এবং NEET নিষিদ্ধ করার ক্ষেত্রে কেন্দ্র তামিলনাড়ুর প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে।

    একটি প্রতীকী প্রতিবাদে তিনি 'AIIMS মাদুরাই' ইটটি তুলে ধরেন এটা বোঝাতে যে কীভাবে প্রকল্পটি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর্যায় অতিক্রম করেনি। ডিএমকে সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের কাছাকাছি সময়েই তামিলনাড়ু সফর করার অভিযোগও তুলেছেন। কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর তামিলনাড়ুতে ঘন ঘন সফরের নিন্দাও করেন উদয়নিধি। সেদিন তিনি বলেছিলেন, 'মোদী বন্যা বা বিপর্যয়ের জন্য এখানে আসেননি। কিন্তু গত ১০ দিন ধরে শুধুমাত্র নির্বাচনের জন্য তিনি প্রায় প্রতি সপ্তাহে এখানে আসছেন। কিন্তু তামিলনাড়ুর মানুষ খুব চালাক। তারা জানে। কীভাবে একটি সিদ্ধান্ত নিতে হবে এবং তারা একটি খুব ভাল সিদ্ধান্ত নেবে।'

    তামিলনাড়ুতে ৩৯টি লোকসভা আসন রয়েছে। ১৯ এপ্রিল এক দফায় ভোট হবে। অন্য রাজ্যের মতো এখানেও ভোট গণনা হবে ৪ জুন।
  • Link to this news (আজ তক)