বাংলায় এসে নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা গিয়েছিল '৪২-এ ৪২'-এর হুংকার। এদিকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। এবার তৃণমূল কত আসনে জয়লাভ করবে? সেই ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।রবিবার তিনি একটি টুইট করেছেন। সেখানে এই তৃণমূল নেতা লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস ৩০ থেকে ৩৫ আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে ৫৮ থেকে ৬২ শতাংশ ভোট তৃণমূলের। বিজেপির ভোট % কমবেশি ৩০ থেকে ৩২ শতাংশ। আসন পাঁচ থেকে ১১-র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন 0। ২৪/০৩/২৪-এর পরিস্থিতি অনুযায়ী।’
এদিকে সম্প্রতি নিউজ ১৮ বাংলা-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন, 'বিষয়টি মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আমি কোনও জ্যোতিষ নই যে ২০০ আসনের কথা বলে ৭৭ আসনে আটকে যাব। তাই মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। তবে আমার দাবি, ২০১৯ সালের নিরিখে এবার ভোটে আসন এবং ভোটের হার বাড়বে তৃণমূলের।'
উল্লেখ্য, ভোটযুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যেই নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। ৪২ আসনে প্রার্থী দিয়ে দিয়েছে তৃণমূল। সকলেই প্রচার ময়দানে কাঁপিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে, এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি BJP। এই নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের কণ্ঠে।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে BJP। স্বাভাবিকভাবেই সেই প্রার্থী তালিকায় কাদের নাম থাকবে? সেই দিকে সব নজর। উল্লেখযোগ্যভাবে, বাম এবং কংগ্রেস এই নির্বাচনে আসন সমঝোতার পথে হেঁটেছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ১৮টি আসন পাওয়ায় কার্যত চমকে গিয়েছিল রাজ্য রাজনৈতিক মহল। এরপরেই বিধানসভা নির্বাচনের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু, বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি গেরুয়া শিবির। ২০০ পারের হুংকার দিলেও ১০০ আসনও পার করতে পারেনি তারা।
স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের দিকে সব নজর এই মুহূর্তে। প্রচারের ক্ষেত্রে কোনও খামতি রাখতে নারাজ রাজ্যের শাসক দল। এদিকে এখনও সব কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি। তাদের প্রার্থী তালিকায় নতুন কী চমক থাকে? এখন তাই দেখার।