Arvind Kejriwal News : জেলে বসে প্রথম কী নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের? ঘোষণার সময় চোখে জল অতিশির
এই সময় | ২৪ মার্চ ২০২৪
'জেল থেকেও দেশের মানুষের জন্য, দিল্লিবাসীর জন্য চিন্তা করছেন তিনি।' রবিবার সকালে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন দিল্লির মন্ত্রী তথা দলের নেত্রী অতিশি। তিনি জানান, ED হেফাজত থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর প্রথম প্রশাসনিক অর্ডার জারি করেছেন।জেল থেকে কী নির্দেশ দিল্লির মুখ্যমন্ত্রীর?অতিশি বলেন, 'অরবিন্দ কেজরিওয়ালের তরফে আমি জানাচ্ছি, যতই তাঁকে গ্রেফতার করা হোক না কেন। যতই তিনি ED হেফাজতে থাক না কেন, প্রশাসনিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন তিনি। গতকাল তিনি আমায় যাবতীয় নির্দেশিকা দিয়েছেন। তাঁর থেকে নির্দেশ নেওয়ার সময় আমার চোখ জলে ভরে গিয়েছিল। এমন অবস্থা থেকেও তিনি মানুষের কথা ভাবছেন।'
ED হেফাজত থেকে দেওয়া অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশিকা পড়ে শোনান অতিশি। তিনি বলেন, 'অরবিন্দজি বলেছেন, তিনি জানেন দিল্লির কিছু কিছু এলাকায় জলের সমস্যা দেখা দিয়েছে। নিকাশিও সমস্যা রয়েছে। গ্রীষ্মকাল আসছে। ফলে জলের ট্যাঙ্কারের প্রস্তুতি রাখতে বলেছেন। কোনও জায়গায় জলের ঘাটতি যেন দেখা না যায়, তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। মানুষের যেন কোনও ভোগান্তি না হয়, তার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত রাখতে বলেছেন সংশ্লিষ্ট দফতেরর আধিকারিকদের। প্রয়োজন হয়ে লেফটেন্যান্ট গভর্নরের থেকে সাহায্য চাইতে বলেছেন তিনি।'
প্রতিবাদে সরব আপ-কংগ্রেসদলের জাতীয় কনভেনর তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর রবিবার প্রথম বৈঠকে আম আদমি পার্টি। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়েছে সেই দলীয় বৈঠক। আপের সাংগঠনিক সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক বৈঠকের আহ্বায়ক। উপস্থিত দলের সমস্ত বিধায়ক, কাউন্সিলর এবং সাংগঠনিক নেতারা। আগামীদিনের স্ট্র্যাটেজি নির্ধারণেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। এদিকে, দিল্লির দিকে দিকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সরহ হয়েছেন আম আদমি পার্টির কর্মীরা। রাজধানীর বিভিন্ন প্রান্তে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেও জমায়েত করেছেন আপ কর্মীরা। এদিকে, আম আদমি পার্টির সঙ্গেই এই বিক্ষোভে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্য দলের কর্মীদের। রবিবার ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করা হবে।
গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে দু'ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ED।