• ফের ত্রাণের অপেক্ষায় থাকা প্যালেস্টাইনিদের ওপর ইজরায়েলের হামলা, নিহত ১৯...
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজায় ফের ত্রাণের অপেক্ষায় থাকা নিরীহ প্যালেস্টাইনিদের ওপর হামলা চালিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৩ জন। শনিবার (২৩ মার্চ) রাতের এ খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।জানা গেছে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে সাহায্যের অপেক্ষায় ভিড় জমান প্যালেস্টাইনের সাধারণ নাগরিকরা। এ সময় সেই ভিড়ে অতর্কিত গুলি বর্ষণ করে ইজরায়েলি বাহিনী। গাজার মিডিয়া অফিস শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘হাজার হাজার নাগরিক আল-কুয়েত গোলচত্বরের কাছে আটা ও ত্রাণের ব্যাগগুলোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ইজরায়েলি দখলদারিত্ব গণহত্যাটি চালায়। তারা ১৯ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে এবং ২৩ জনকে আহত করেছে।বিবৃতিতে আরও বলা হয়, অভুক্ত লোকদের দিকে তাক করে ইজরায়েলি ট্যাঙ্কগুলো থেকে মেশিনগান দিয়ে গুলি চালানো হয়। ত্রাণের আশায় নিরীহ প্যালেস্টাইনিরা এমন এক জায়গায় জড়ো হয়েছিল যা ইজরায়েলের জন্য হুমকি বা ঝুঁকির সৃষ্টি করতো না।এদিকে ত্রাণের আশায় ভিড় জমানো নিরীহ প্যালেস্টাইনিদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে ইজরায়েলি সেনাবাহিনী। মানুষের ওপর গুলি চালানোর প্রতিবেদনগুলোকে ‘ভুল’ বলে দাবি করেছে ইজরায়েল।
  • Link to this news (আজকাল)