• মস্কোর কনসার্ট হলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মস্কোর কনসার্ট হলে বিস্ফোরণ। সঙ্গে গুলিবৃষ্টি। অন্তত ১৫০ জন মারা গেছেন বলে খবর। আহত আরও অন্তত ১৪৫ জন। শুক্রবার ঘটনাটি ঘটে মস্কোর ক্রকাস সিটি হলে। ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (‌আইসিস)‌। এদিকে, বিস্ফোরণ ও গুলিবৃষ্টি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে চার বন্দুকবাজ সহ ১১ সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে মস্কো পুলিশ। আততায়ীদের গাড়ি ধাওয়া করেই এই গ্রেপ্তারি বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার রাতে রাশিয়ার কনসার্ট হলে ঢুকে যেভাবে বোমা ছুড়ে গুলি চালিয়ে হত্যালীলা চালানো হয়েছে, তা রাশিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঘটনা। এরপরই ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করে টেলিগ্রাম অ্যাপে বার্তা দেয়। বলা হয়, বড় জমায়েতের ওপর হয়েছে হামলা। সেই সঙ্গে জানায়, তাদের সংগঠনের সদস্যরা নির্বিঘ্নে নিজেদের ঘাঁটিতে ফিরে গিয়েছে। যদিও পুলিশ চার বন্দুকবাজ সহ ১১ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ব্রায়ানস্ক অঞ্চল থেকে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র।
  • Link to this news (আজকাল)