• কেজরিওয়ালকে গ্রেপ্তারির প্রতিবাদে কোমর বাঁধল ইন্ডিয়া জোট...
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে কোমর বেঁধে নামছে ইন্ডিয়া জোট। আগামী রবিবার অর্থাৎ ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে হবে প্রতিবাদ বিক্ষোভ। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই গ্রেপ্তার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আপ মন্ত্রী গোপাল রাই বলেন, কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে ফুঁসছে দিল্লির মানুষ। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধী দলের কন্ঠরোধের চেষ্টা করছেন। সেই তালিকায় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন থেকে শুরু করে বিহারের তেজস্বী যাদব সকলেই রয়েছেন। রাই আরও বলেন, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আপের প্রধান অফিস সিল করে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়েছে। কীভাবে এখন এই ধরণের কাজ হচ্ছে ? কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। দেশের সবথেকে পুরাতন দল তাঁদের নির্বাচনী প্রচার করতে পারছে না। দিল্লির কংগ্রেস নেতা অরবিন্দর সিং বলেন, যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, কংগ্রেসের অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে তারপর গণতন্ত্র বাঁচানোর লড়াই করা ছাড়া উপায় নেই। কংগ্রেস পিছিয়ে থাকবে না। 
  • Link to this news (আজকাল)