• দোল ও হোলিতে বাংলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস
    আজকাল | ২৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ জেলায় জেলায়। রাত পোহালেই দোল। রবিবার শুষ্ক আবহাওয়া থাকলেও, সোমবার থেকে বাংলায় ফের দুর্যোগের ঘনঘটা। দোলে উত্তর, হোলিতে দক্ষিণবঙ্গে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মালদহ ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে বুধবারও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিনদিন সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
  • Link to this news (আজকাল)