• অভিষেকেই বাঘের মুখে, ভাবিত নন অধিনায়ক, বলছেন তিন নক্ষত্রের যোগফল তিনি!
    ২৪ ঘন্টা | ২৪ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীল সাম্রাজ্য়ে রোহিত শর্মা (Rohit Sharma) যুগের অবসান! মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মসনদে এখন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। চব্বিশের আইপিএলে (IPL 2024) হার্দিকের নেতৃত্বেই খেলবে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম। আর হার্দিকের জুতোয় পা গলিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর নেতৃত্বে এবার খেলবে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত-মুম্বই ( GT vs MI, IPL 2024)। অধিনায়ক হিসেবে অভিষেক করছেন শুভমন। শুরুতেই বাঘের মুখে তিনি। মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে তাঁর খেলা। তবে শুভমন একদমই ভাবিত নন। সাফ জানিয়ে দিলেন যে, ভারতের তিন নক্ষত্রের যোগফল তিনি!শুভমন এক সাক্ষাৎকারে বলছেন, 'দেখুন অধিনায়ক হিসেবে অনুপ্রেরণার কথা বললে, অবশ্য়ই প্রথমে বলব মাহি ভাইয়ের (এমএস ধোনি) কথা। আমি হয়তো তাঁর অধীনে সেভাবে খেলিনি। তবে ছোট থেকে তাঁকে দেখেই বড় হয়ে ওঠা। সবাই জানে উনি কীভাবে মাঠে দল হ্য়ান্ডেল করতেন। আমি বিরাট ভাইয়ের নেতৃত্বেও কিছু টেস্ট খেলেছি। তবে খুব বেশি না। উনিও আমাকে অনুপ্রাণিত করেছেন। তবে আমি কেরিয়ারের অধিকাংশ ম্য়াচ খেলেছি রোহিত ভাইয়ের নেতৃত্বে। ওঁর থেকে ব্য়ক্তিগত ভাবে প্রচুর গুণ আমি নিয়েছি।'মুম্বইয়ের বিরুদ্ধে খেলার প্রসঙ্গে শুভমন বলেন, 'মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্য়াম্পিয়ন। তবে আহমেদাবাদে তাদের বিরুদ্ধে খেলার মজাই আলাদা। ওদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ম্য়াচ হারিনি। আশা করি সেই ধারাই ধরে রাখতে পারব। রোমাঞ্চকর ম্য়াচ হতে চলেছে। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে আমি শুধু গুজরাত টাইটান্সেই নয়, ভারতীয় দলেও খেলেছি। দারুণ একটা সমীকরণ হতে চলেছে। আশা করি স্টেডিয়াম পুরো ভরে যাবে। ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার দর্শক আমাদের জন্য় গলা ফাটাবেন। এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।' হার্দিকের নেতৃত্বে গুজরাত আইপিএল অভিষেকেই চ্য়াম্পিয়ন হয়েছিল। গতবছর তারা রানার্স হয়। ফলে শুভমনের উপর দায়িত্ব থাকবেই।  
  • Link to this news (২৪ ঘন্টা)