• Dum Dum Municipality : ফেলে দেওয়া প্লাস্টিকে ফুলদানি থেকে চেয়ার
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • এই সময়: পানীয় জলের প্লাস্টিক বোতলই হোক বা গাড়ির টায়ার—এ সব আর ডাস্টবিনে, যেখানে-সেখানে ফেলতে হবে না দমদমের বাসিন্দাদের। পরিত্যক্ত ওই সব জিনিস সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হবে ফুলদানি থেকে বসার চেয়ার। ওই সব সামগ্রী প্রদর্শনে মিউজিয়ামও তৈরি হবে। থাকবে বিক্রির ব্যবস্থা। দমদমকে ‘জিরো ওয়েস্ট’ শহর হিসেবে গড়ে তুলতে এমনই পরিকল্পনা করেছে দমদম পুরসভা। গোরাবাজারে পড়ে থাকা পুরসভার ৩ একর ফাঁকা জায়গায় পরিত্যক্ত সামগ্রী দিয়ে তৈরি জিনিসের প্রদর্শনী ও বিপণন কেন্দ্র খোলা হবে।দমদমের পুরপ্রধান হরিন্দর সিংয়ের বক্তব্য, ‘দমদমকে আমরা জিরো ওয়েস্ট শহর করার পরিকল্পনা করেছি। এই পদক্ষেপ সেই পরিকল্পনারই অঙ্গ।’ বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ বিভাগের কর্মীদের নিয়ে এ জন্যে টিমও গড়া হয়েছে। বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্যের মধ্যে থেকে মূলত প্লাস্টিকের জিনিস সংগ্রহ করবেন টিমের সদস্যরা। পুরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়েও বসানো হবে ডাস্টবিন। সেখান থেকেও সংগ্রহ করা হবে বর্জ্য।

    প্রথম ধাপে শুধুমাত্র প্লাস্টিকের জিনিসই সংগ্রহ করা হবে পুনর্ব্যবহারের জন্য। পরবর্তীতে অন্য ধরনের বর্জ্যকেও পুনর্ব্যবহারযোগ্য করা হবে। এ জন্যে একটি বেসরকারি সংস্থার সঙ্গে কথা হয়েছে পুর-কর্তৃপক্ষের। কলকাতা পুরসভা, বিধাননগর পুরনিগম, নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ) বর্জ্যকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার কাজ শুরু করেছে আগেই। দমদমও সে পথে হাঁটায় খুশি বাসিন্দারা। গোরাবাজারের অমিতাভ চৌধুরী মনে করেন, ‘যে ভাবে বর্জ্য বাড়ছে তাতে আগামী প্রজন্মকে দূষণের হাত থেকে বাঁচাতে এই ধরনের পদক্ষেপ জরুরি।’

    পুরসভার এই উদ্যোগ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক তড়িৎ রায়চৌধুরী বলেন, ‘চণ্ডীগড়, ভুবনেশ্বরে পরিত্যক্ত সামগ্রী দিয়ে জিনিস তৈরি করে প্রদর্শনীর ব্যবস্থা আগেই চালু হয়েছে। এই পরিকল্পনায় দমদমে যেমন পরিবেশ সুরক্ষিত হবে, তেমনই পরিত্যক্ত জিনিসকে পুনরায় ব্যবহার করে বিক্রির মধ্যে দিয়ে অনেকের কর্মসংস্থানও হবে। পুরসভার আয়ও বাড়বে।’ পরিবেশকর্মী সুভাষ দত্ত মনে করেন, ‘শুধু দমদমে হলেই হবে না, রাজ্যের অন্যত্রও এমন পরিকল্পনা প্রয়োজন।’
  • Link to this news (এই সময়)