• Liquor Shop : দোলে কি মদের দোকান বন্ধ? রাজ্যের আবগারি আইন কী বলছে জানেন?
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • রাত পোহালেই দোল। রং মেখে আনন্দ উদযাপন করবেন সকলেই। তবে দোলের দিনটি বিশেষ আকর্ষণীয় সুরা প্রেমীদের কাছেও। দোলের দিনটি কি ড্রাই ডে? অনেকেই বিষয়টি নিয়ে দোলাচলে থাকেন। কী নিয়ম রয়েছে আবগারি দফতরের। আসুন, জেনে নেওয়া যাক।উল্লেখ্য, বছরের শুরুতে ড্রাই ডে দিনক্ষণ জানিয়ে দেওয়া হয় আবগারি দফতরের তরফে। এ বছরও জানুয়ারি মাসের শুরুতেই সরকারের তরফে প্রকাশ করা হয়েছে ড্রাই ডে-র তালিকা। মূলত, যে দিনগুলিতে রাজ্যে মদ কেনা-বেচা বন্ধ থাকে, সেই দিনগুলিকে বলা হয় ড্রাই ডে। সেই অনুযায়ী এ বছর চার দিন ড্রাই ডে রয়েছে।

    দোলের দিন অর্থাৎ আগামীকাল সোমবার সারা দিনের জন্য মদের দোকান খোলা থাকছে না। আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী দোল যাত্রার দিন বেলা দুটো পর্যন্ত মদের দোকান বন্ধ রাখা হবে। বেলা ২টোর পর থেকে মদের দোকান খুলে রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে তার আগে দোকান খুলে রাখা দণ্ডনীয় অপরাধ।

    আবগারি দফতরের বিজ্ঞপ্তি

    আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বছর চারটি ড্রাই ডে রয়েছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন, মহরমের দশমতম দিন পুরো দিনের জন্য মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। অর্থাৎ, সারাদিনের জন্যেই এই দিনগুলিতে ড্রাই ডে থাকবে। তবে দোলের দিন অর্ধ দিবস মদের দোকান খোলা রাখা যায়।

    রাত পোহালে কাল সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। মূলত ভোরের পর থেকে রং, আবির নিয়ে মেতে উঠবেন সাধারণ মানুষ। সকালের দিকেই সাধারণত দোল উৎসব পালন করে থাকেন জন সাধারণ। সেই কারণে, ওই সময়টায় মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। কোনওরকম যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ওই সময়ে, সেই কারণেই মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের তরফে। দোলের আগের দিন রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত মদের দোকান। পরের দিন সকাল থেকে মদের দোকান বন্ধ থাকার জন্য আগের দিন রাতে সাড়ে দশটা পর্যন্ত মদের দোকান খোলা থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়।
  • Link to this news (এই সময়)