• India Pakistan Relation : ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক চাই! হঠাৎ কেন 'মিউ মিউ' পাকিস্তানের?
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর থেকেই ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয় পাকিস্তান। এতোদিন পর ফের ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালু করার ইচ্ছে প্রকাশ করেছে পাকিস্তান। শনিবার বেলজিয়ামের ব্রাসেলসে নিউক্লিয়ার এনার্জি সামিটে অংশগ্রহণের পর লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে বাণিজ্যের ইঙ্গিত দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।এদিন সাংবাদিক সম্মেলনে ইসহক দার ভারতের সঙ্গে বাণিজ্যিক প্রথা নতুন করে শুরু করার জন্য পাক ব্যবসায়ী সম্প্রদায়ের আগ্রহের কথা তুলে ধরেন। এর পাশাপাশি ভারতের প্রতি পাকিস্তানের কূটনৈতিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তনের বিষয়েও ইঙ্গিত দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন যে ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

    ভারতের সঙ্গে বাণিজ্যের পাশাপাশি এদিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশকে অর্থনৈতিক অগ্রগতির পথে ফেরাতে এবং সাধারণ মানুষের আর্থিক সুবিধা এবং মুদ্রাস্ফীতি কমাতে পাঁচ বছরের একটি রোড ম্যাপও বাস্তবায়ন করার কথা উল্লেখ করেন।

    ২০১৯ সালের অগাস্ট মাসে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই প্রতিবাদস্বরূপ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে রাখে পাকিস্তান। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের ব্যবসায়ীদের। কারণ বড় বাজারের সুবিধা নিতে পারছে না পাকিস্তানি ব্যবসায়ীরা।

    শনিবারের সাংবাদিক সম্মেলনে দার আরও বলেন, শেহবাজ শরিফের ১৬ মাসের সরকার পাকিস্তানকে অর্থনৈতিক পতনের হাত থেকে বঁচিয়েছে। তিনি আরও বলেন, আগের সরকার পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করেছে। পাকিস্তানের ব্যবসায়ীরাও ভারতের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী। ব্যবসায়ীরা জানিয়েছেন ভারত থেকে এখনও পণ্য সিঙ্গাপুর এবং দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছয়। আর তা যথেষ্ট ব্যয়সাপেক্ষ।

    পাক মন্ত্রী এদিন স্পষ্টভাবে জানান যে তিনি ব্যবস খোলার বিষয়ে এখনই হ্যাঁ কিংবা না বলবেন না। তবে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যে খুবই খারাপ সেকথাও স্পষ্টই জানিয়েছেন তিনি। প্রতিবার ঋণ নিতে বাধ্য হয় দেশ। এবিষয়ে পাক বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি করতে হলে ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করা প্রয়োজন। ভারত থেকে সস্তায় পণ্য কেনা যায়। সেইসঙ্গে ভারত একটি বড় বাজার অথচ পাকিস্তান প্রতিবেশী দেশ হয়েও তার সুবিধা নিতে পারছে না।

    ভারতের অর্থনৈতিক উত্থান পাকিস্তানি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে। যা আগে কখনও হয়নি। পাকিস্তানের প্রধান রপ্তানি টেক্সটাইল। আর ভারতে রয়েছে বড়ো বাজার। তাই কম খরচে টেক্সটাইলের বাজার ধরতে ভারতে অ্যক্সেসের সুবিধা চাইছেন পাকিস্তানি ব্যবসায়ীরা।
  • Link to this news (এই সময়)