JNU Result : বাম ঘাঁটিতে গেরুয়া ঝড়ের পূর্বাভাস! জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে সব আসনে এগিয়ে এবিভিপি
এই সময় | ২৪ মার্চ ২০২৪
বাম ঘাঁটিতে গেরুয়া ঝড়ের পূর্বাভাস। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটি আসনেই এগিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চার প্রার্থীরা। এখনও ভোটগণনা পর্ব চলছে। তবে ফাইনাল রেজাল্টের আগে প্রাথমিক ট্রেন্ড উদ্বেগে ফেলেছে ঐশী ঘোষদের।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১ হাজার ৪২১টি ভোট গোণা হয়েছে। তার মধ্যে ABVP-র প্রেসিডেন্ট প্রার্থী উমেশ চন্দ্র পেয়েছেন ৬২৬টি ভোট। বামেদের ধনঞ্জয় পেয়েছেন ৪৭১টি। সাধারণ সম্পাদকের পদটির জন্য ১ হাজার ৪২১টি ভোট গণনার পর দেখা গিয়েছে, ABVP-র অর্জুন আনন্দ ৬৯৫ ভোট পেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন। বামেদের প্রার্থী প্রিয়ংশী আর্য পেয়েছেন ৪৮৭টি ভোট। যুগ্ম সম্পাদক পদে ABVP-র প্রার্থী গোবিন্দ দাঙ্গি পেয়েছেন ৭৩৪টি ভোট। বামেদের সাজিদ পেয়েছে ৪৪৮ ভোট।
উল্লেখ্য, গত শুক্রবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়। উল্লিখিত এই চার পদের জন্য মোট ১৯ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। স্কুল কাউন্সিলর পদের জন্য দাঁড়িয়েছিলেন ৪২ জন। কেবলমাত্র JNUSU প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছেন সাতজন। সেন্ট্রাল প্যানেলের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারি।
বামফ্রন্ট সমর্থিত AISA-র ছাত্রনেতা ধনঞ্জয়, SFI-এর অভিজিৎ ঘোষ, AISF-এর মহম্মদ সাজিদ সেন্ট্রাল প্যানেলের পদগুলির জন্য লড়েছেন। তবে ভোটের কয়েকঘণ্টা আগে বাম প্রার্থী স্বাতী সিংয়ের নাম বাতিল করে দেওয়া হয়। এদিকে ABVP-র উমেশ চন্দ্র আজমীরা, দীপিকা শর্মা, অর্জুন আনন্দ এবং গোবিন্দ দাঙ্গি এই সেন্ট্রাল প্যানেলের দৌড়ে ছিলেন। পাশাপাশি কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-এর তরফে এই দৌড়ে ছিলেন জুনাইদ রাজা, ফাহরিন জাইদি। BAPSA-র তরফে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ মিঞ্জি, মহম্মদ আনস এ, প্রিয়ংশী আর্য এবং রূপক কুমার সিং।
আবার চার বছর পর হবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। শেষবার ২০১৯ সালে এই নির্বাচন হয়। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনও নোটিফিকেশন জারি করা হয়নি। ফলে বামজোটের প্রার্থীরা যে বিপুল ভোটে জয়লাভ করে সেন্ট্রাল প্যানেল দখল করেছিলেন, তার বৈধতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।
সোমবার দেশজপড়ে পালিত হবে হোলি। আর সেই রঙের উৎসবে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে কি উড়বে গেরুয়া আবির? প্রাথমিক ট্রেন্ড যেন সেদিকেই ইঙ্গিত করছে। লোকসভা নির্বাচনের আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এই ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।