• জয় শ্রীরাম বলে মুসলিমদের গায়ে জোর করে রং! যোগীরাজ্যের ঘটনায় নিন্দার ঝড়
    এই সময় | ২৪ মার্চ ২০২৪
  • উত্তর প্রদেশে এক মুসলিম পরিবারের সদস্যদের গায়ে রং ঢেলে হেনস্থা। অজ্ঞাতপরিচয় কয়েক জন যুবকের খোঁজে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একদল যুবক জোর করে এক মুসলিম পরিবারের সদস্যদের গায়ে রং ঢেলে দিয়ে হেনস্থা করে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। উত্তর প্রদেশের বিজনোরের ঘটনায় হইচই। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।কী দেখা গিয়েছে ভিডিয়োতে?

    ভিডিয়ো দেখা যাচ্ছে রং খেলায় মেতে রয়েছে একদল যুবক। সেখান দিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন মুসলিম পরিবারের তিন সদস্য়। মোটরবাইক চালাচ্ছিলেন এক ব্যক্তি। পিছনে বসে ছিলেন দুই মহিলা। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের মোটরবাইক সহ গায়ে জোর করে রং ঢেলে দেয় যুবকের দল। প্রতিবাদ করলে ফের তাদের মুখে চোখে জোর করে রং মাখিয়ে দেওয়া হয়। মাথার উপর থেকে ঢেলে দেওয়া হয় রং জল। এরপর তাঁরা সেখান থেকে চলে যান মোটরবাইক নিয়ে। পিছন থেকে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে অজ্ঞাত পরিচয় যুবকরা। ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

    কবেকার ঘটনা?

    পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ২০ মার্চ, বুধবারের। ধমপুর এলাকায় ঘটনাটি ঘটে। বিজনোরের সিনিয়র পুলিশ সুপারইনটেনডেন্ট জানিয়েছেন, ওই এলাকার সার্কেল অফিসার (CO)-কে ওই মুসলিম পরিবাররের বাড়িতে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এফআইআর নথিভুক্ত হয়েছে।

    বিজনোরের সিনিয়র পুলিশ সুপারইনটেনডেন্ট নিরজ জাদুয়া এক্স হ্যান্ডেলে ওই ভিডিয়ো সম্পর্কে বার্তা দিয়েছেন, 'সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, মুসলিম পরিবারের কয়েক জন সদস্য মোটরবাইকে চেপে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের হয়রানির শিকার হতে হয়। জোর করে তাঁদের রং মাখিয়ে দেয় একদল যুবক। বিজনোড় পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে এই ব্যক্তিদের শনাক্ত করছে।'

    দেখুন সিনিয়র পুলিশ সুপারইনটেনডেন্ট নিরজ জাদুয়ার বার্তা

    তাঁর আরও সংযোজন, ' ধামমপুরের সার্কেল অফিসার (সিও) নির্যাতিত মুসলিম পরিবারের কাছে পৌঁছনোর জন্য নির্দেশ দেওয়া হয়। তাঁদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর FIR দায়ের করা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে তদন্ত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।' পাশাপাশি নীরজের স্পষ্ট বার্তা কোনও প্রকার গুণ্ডামি বরদাস্ত করা হবে না। যারাই আইন ভাঙবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (এই সময়)