CBI-এর বিরুদ্ধে কমিশনে মহুয়া, 'প্রয়োজনে জেল থেকে লড়বেন', জানাল তৃণমূল
এই সময় | ২৪ মার্চ ২০২৪
আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর কী ভাবে সিবিআই একজন প্রার্থীর বাড়িতে এসে তল্লাশি চালাতে পারে? বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থীর বাড়িতে তল্লাশি করার কারণে, তাঁর মর্যাদাহানি হচ্ছে এবং তাঁর প্রচারের কাজে বিঘ্ন ঘটছে, যুক্তি মহুয়ার। সেই কারণেই, নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে এই বিষয় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।শনিবার মহুয়ার কৃষ্ণনগরের বাড়িতে এবং কলকাতায় আলিপুরে তাঁর বাবার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। যদিও, কৃষ্ণনগরের বাড়িতে তল্লাশি চালিয়ে খালি হতেই বের হতে হয় সিবিআইকে। বিষয়টি নিয়ে আগেই কটাক্ষ করেছিলেন মহুয়া। এবার নির্বাচনের প্রচারের মাঝেই সিবিআই তল্লাশি নিয়ে সোজাসুজি কমিশনের দ্বারস্থ হলেন তিনি।
মহুয়ার যুক্তি, যখন সারা দেশ জুড়ে আদর্শ আচরণবিধি বলবৎ করে দেওয়া হয়েছে, তাঁর মাঝে একজন প্রার্থীর বাড়িতে গিয়ে এইরকম তল্লাশি কি আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে না। মহুয়া জানান, সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীন একটি তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে ভোটের মাঝে প্রার্থীদের বাড়িতে সিবিআই পাঠিয়ে তো কেন্দ্রের ক্ষমতাসীন দল ফায়দা লুটতে পারে। যেখানে, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দলের মধ্যে সমতা রক্ষা করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে।
মহুয়া মৈত্র এ ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন, আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কী ভাবে করবে, সে ব্যাপারে একটি সুস্পষ্ট নির্দেশিকা বা গাইডলাইন দিক কমিশন। পাশাপাশি তিনি এও জানান, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যাতে কোনও প্রার্থীর বিরুদ্ধে সিবিআই বা কোনও তদন্তকারী সংস্থা কড়া পদক্ষেপ গ্রহণ না করতে পারে, সেই বিষয়টিও নিশ্চিত করুক কমিশন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নির্বাচন আদর্শ আচরণবিধি চালু থাকার মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালায় ইডি এবং তাঁকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর কমিশনের কাছে এই যুক্তিতে আপত্তি জানায় ইন্ডিয়া জোটের সদস্যরা। প্রসঙ্গত, সংসদে অর্থের বদলে প্রশ্নের অভিযোগের ভিত্তিতে নদিয়ার কৃষনগরের প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। সেই তদন্তের ভিত্তিতেই গতকাল মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই।