• BJP Candidate List West Bengal : একাধিক নতুন মুখ, পুরনো অনেকের কেন্দ্র বদল, BJP-র দ্বিতীয় তালিকায় কোথায় কারা?
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • আসন্ন লোকসভা নির্বাচনে বাকি ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এর আগে ২০টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। তবে আসানসোল কেন্দ্র থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন প্রার্থী পবন সিং। স্বাভাবিকভাবেই, এই কেন্দ্রটিতে নতুন প্রার্থী দেওয়ার জায়গা তৈরি হয়। উল্লেখ্য, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ৪২টি প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের বাকি ২৩টি আসনেও বিজেপির প্রার্থী তালিকায় দেখা গেল একের পর এক চমক।

    কেন্দ্রপ্রার্থীজলপাইগুড়িজয়ন্ত রায়দার্জিলিংরাজু বিস্তারায়গঞ্জকার্তিক পালজঙ্গিপুরধনঞ্জয় ঘোষকৃষ্ণনগরঅমৃতা রায়ব্যারাকপুরঅর্জুন সিংদমদমশীলভদ্র দত্তবারাসাতস্বপন মজুমদারবসিরহাটরেখা পাত্রমথুরাপুরঅশোক পুরকায়তডায়মন্ড হারবারঘোষণা হয়নিকলকাতা (দক্ষিণ)দেবশ্রী চৌধুরীকলকাতা (উত্তর)তাপস রায়উলুবেড়িয়াঅর্জুন উদয় পাল চৌধুরীশ্রীরামপুরকবীর শঙ্কর বোসআরামবাগঅরূপ কান্তি দিগরতমলুকঅভিজিৎ গঙ্গোপাধ্যায়ঝাড়গ্রামঘোষণা হয়নিমেদিনীপুরঅগ্নিমিত্রা পালবর্ধমান পূর্বঅসীম কুমার সরকারবর্ধমান দুর্গাপুরদিলীপ ঘোষআসানসোলঘোষণা হয়নিবীরভূমঘোষণা হয়নিরাজ্যে এবার ৩৫টি আসন পাওয়ার লক্ষ্যে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। যদিও, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কর্মীদের উৎসাহ প্রদান ৪২টি আসনেই পদ্ম ফোটানোর জন্য বার্তা দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে গোটা দেশ থেকে ৪০০ পার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বিজেপির তরফ। সেই মতো পশ্চিমবঙ্গ থেকেও গতবারের তুলনায় বেশি আসন পাওয়ার চেষ্টা রয়েছে বিজেপির।

    বাকি ১৯টি আসনে বিজেপির প্রার্থী তালিকা, দেখে নিন একনজরে-

    কেন্দ্রপ্রার্থীকোচবিহারনিশীথ প্রামাণিকআলিপুরদুয়ারমনোজ টিগ্গাবালুরঘাটসুকান্ত মজুমদারমালদা উত্তরখগেন মুর্মুমালদা দক্ষিণশ্রীরূপা মিত্র চৌধুরীবহরমপুরনির্মল কুমার সাহামুর্শিদাবাদগৌরী শঙ্কর ঘোষ রানাঘাটজগন্নাথ সরকার বনগাঁশান্তনু ঠাকুর জয়নগরঅশোক কান্ডারীযাদবপুরঅনির্বাণ গঙ্গোপাধ্যায় হাওড়ারথীন চক্রবর্তীহুগলিলকেট চট্টোপাধ্যায়কাঁথিসৌমেন্দু অধিকারীঘাটালহিরন্ময় চট্টোপাধ্যায়পুরুলিয়াজ্যোতির্ময় সিং মাহাতোবাঁকুড়াসুভাষ সরকারবিষ্ণুপুরসৌমিত্র খাঁবোলপুরপ্রিয়া সাহাপ্রার্থী তালিকায় দেখা গেল সেই চমক। এর আগে ১৯টি আসনের মধ্যে বেশ কিছু চমক দেখা যায়। আলিপুরদুয়ার কেন্দ্রে যেমন কেন্দ্রীয় মন্ত্রীর জন বার্লাকে সরিয়ে মনোজ টিগ্গাকে প্রার্থী করা হয়। কাঁথি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তেমনই আবার ঘাটাল কেন্দ্রে দীপক অধিকারীর বিরুদ্ধে হিরণকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • Link to this news (এই সময়)