Mecca Madina : রমজান মাসে পবিত্র মক্কায় অসংখ্য মানুষের নমাজ পাঠ, দেখুন 'পাখির চোখে' তোলা ভিডিয়ো
এই সময় | ২৫ মার্চ ২০২৪
রমজান মাসে সৌদি আরবের মক্কা মসজিদে উপচে পড়েছে মুসলিম ধর্মাবলম্বীদের ভিড়। গত শুক্রবার তারাবীর নমাজ পাঠের সময় থেকেই মানুষের ঢল নেমেছে সেখানে। কর্তৃপক্ষ জানাচ্ছে, মক্কার ইতিহাসে সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবারের ভিড়। গ্র্যান্ড এই মসজিদে নমাজ পাঠ করতে পৌঁছে গিয়েছেন লাখ লাখ মুসলিম।একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, মক্কার পবিত্র মসজিদে একসঙ্গে তারাবীর নমাজ পাঠ করছেন অসংখ্য মানুষ। মসজিদের সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে নমাজ পাঠের জন্য লম্বা লাইন পড়েছে বলে দাবি। যদিও এই মাত্রাতিরিক্ত ভিড়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিয়ম মেনে সকলেই নমাজ পাঠ করার সুযোগ পেয়েছেন পবিত্র মক্কায়।
রমজান মাসে প্রতিবারই লাখ লাখ মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হন মক্কায়। আল মালালা সৌদি আরবের একটি অতি পরিচিত জেলা। যেখানে দূর-দূরান্ত থেকে আল্লাহর উদ্দেশে প্রার্থনা করতে আসা মুসলিমরা আশ্রয় নেন। এ বারের রমজান মাসে গিজগিজে ভিড় আল মালালায়। সেখানকার হোটেল, ধর্মশালা, গেস্ট হাউসগুলিতে কার্যত পা রাখার জায়গা নেই।
মক্কার পবিত্র মসজিদের মুখপাত্র মেহের আল জাহরানি বলেন, 'উমরাহের জন্য অসংখ্য মানুষ আসছেন। আমরা সকলকে স্বাগত জানাতে প্রস্তুত। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৪৫ হিজরি মাসের রমজানে উপচে পড়েছে ভিড়। সকলেই আল্লাহর ইবাদত করতে পারছেন। কারও কোনও সমস্যা হচ্ছে না।'
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে বার্ডস আই ভিউতে ধরা পড়েছে তারাবীর নমাজ পাঠের মুহূর্ত। পাখির চোখে ক্যামেরায় ধরা পড়েছে হাজার হাজার মানুষের কালো মাথা। যারা মক্কায় আল্লাহর উদ্দেশে প্রার্থনা জানাচ্ছেন। সেই দৃশ্য এখন নেটপাড়ায় ভাইরাল। যদিও এটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। এদিকে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, রমজানে একবারের বেশি ওমরাহ পালনের জন্য় অনুমতি দেওয়া হবে না। পবিত্র মাসে ওমরাহ পালনকারীদের মক্কা-মদিনায় দীর্ঘ সময় ধরে না থাকার অনুরোধও করা হয়েছে সৌদি সরকারের তরফে। অতিরিক্ত ভিড় সামাল দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সৌদি সহ বিশ্বের একাধিক দেশ থেকে মুসলিমরা ওমরাহ পালনের জন্য মক্কার মসজিদে ভিড় জমান। কোনও সমস্যা ও ভোগান্তি ছাড়া যাতে সকলে ওমরাহ পালন করতে পারেন সকলে তার জন্যই সৌদি কর্তৃপক্ষ নয়া পদক্ষেপ নিয়েছে।