সোনা-রুপোর থেকে দাম বেশি! মাত্র ১০ গ্রাম বেচলেই কোটিপতি, এই রঙের দাম জানলে চোখ কপালে উঠবে
এই সময় | ২৫ মার্চ ২০২৪
'ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগল যে দোল'। রাত পোহালেই দোল উৎসব। রঙের উৎসব। আবির সহ রং খেলায় মেতে উঠবে গোটা দেশ। সোমবার দোল হলেও শনি-রবি থেকেই উৎসবের মেজাজ। জায়গায় জায়গায় রঙ খেলায় মেতে উঠছেন মানুষ। বছরের এই সময়টায় স্বাভাবিক নিয়মেই রঙের ব্যাবসা ফুলে ফেঁপে ওঠে। চাহিদা মেটাতে জোরকদমে চলে আবির তৈরির কাজ। বাজারে বিভিন্ন মূল্যের আবির পাওয়া যায় হোলির আগে। তবে জানেন কি সর্বোচ্চ মূল্যের রঙের দাম কত? সেই রঙের দাম সোনা-রূপার চেয়েও বেশি। সেই রঙও এতটাই বিরল যে কেনার আগে একশোবার ভাবেন ধনীরাও। কোথায় পাওয়া যায় সেই রং? এত বেশি কেন দাম?গুগলে সার্চ করে বিশ্বের সবচেয়ে দামি রঙ সম্পর্কে একাধিক তথ্য মিলবে। বিশ্বের সবচেয়ে দামি রঙ হল ল্যাপিস লাজুলি থেকে তৈরি হওয়া নীল রঙ। ল্যাপিস পাথরকে গুঁড়ো করে রং তৈরি হয়। মাইকেলেঞ্জেলোর মতো কিংবদন্তি শিল্পীরা এই রং ব্যবহার করতেন রেনেশাঁ আমলে। এই রঙটি এতটাই বিরল যে এর দাম সোনার দামের থেকেও বেশি। বর্তমামে ল্যাপিস লাজুলি খুঁজে পাওয়া কঠিন। প্রাচীনকালে বিখ্যাত চিত্রশিল্পীরা তাদের চিত্রকর্মের জন্য এই রং ব্যবহার করতেন। এতটাই বিরল এই রং যে অর্ডার দেওয়ার পর থেকে হাতে পাওয়ার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হত শিল্পীদের।
কেন এটা বিরল ও ব্যয়বহুল?
মহামূল্যবান এই রং শুধুমাত্র লেখক-চিত্রশিল্পীরাই ব্যবহার করতেন। বিশেষ করে পাণ্ডুলিপিতে ছিল এই রঙের ব্যবহার, জানিয়েছেন গবেষকরা। এই ল্যাপিস লাজুলি যার ক্যারাট পিছু মূল্য প্রায় ১১ হাজার টাকা। যেটি ব্যবহার করা হয় সেমিপ্রেশাস স্টোন হিসাবে। আফগানিস্তানের পার্বত্য এলাকায় এটি পাওয়া যায়। ল্যাপিসকে গুঁড়ো করে রং তৈরি হয়। তবে ল্যাপিসকে গুঁড়ো করে রং তৈরির কাজ মোটেও সহজ ছিল না। এই কারণে ধীরে ধীরে এর ব্যবহার কমতে থাকে। পরবর্তীতে, ১৮২০ সালের শেষের দিকে, ফ্রান্স এবং জার্মানিতে সিন্থেটিক আল্ট্রামেরিন উৎপাদন শুরু হয়, যা বিকল্প রং হিসেবে ব্যবহার করা হত।
ল্যাপিস লাজুলি একটি নীল রঙের পাথর, যা আফগানিস্তানের পাহাড় থেকে আহরণ করা হয়। এটি ছিল প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে স্বীকৃত নয়টি রত্নগুলির মধ্যে একটি, যা লাজবর্দ বা রাজাবর্ত নামে পরিচিত ছিল। জানলে অবাক হতে হয় মাত্র এক গ্রামের ল্যাপিস লাজুলির দাম ৮৩ হাজার টাকারও বেশি। শাস্ত্রে এই রত্নটির অনেক গুরুত্ব রয়েছে। রত্নশাস্ত্র অনুসারে, কুণ্ডলীতে শনি উচ্চ অবস্থানে থাকলে লাজবার্তা রত্ন পরা উচিত। মকর এবং কুম্ভ রাশির জাতকরাও লাজবার্তা পরতে পারেন।