রুপোলি পর্দা থেকে এবার রাজনীতির রঙ্গমঞ্চে কঙ্গনা রানাউত। ভারতীয় জনতা পার্টির প্রতি কৃতজ্ঞতা জানালেন বলিউডের ক্যুইন। জানালেন, বরাবরই তিনি ভারতীয় জনতার পার্টির বিশ্বস্ত এবং অনুগত ছিলেন। টিকিট পেয়ে প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন কঙ্গনা?
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী। কঙ্গনা লেখেন, 'আমার প্রিয় ভারত এবং ভারতের নিজস্ব পার্টি, ভারতীয় জনতা পার্টির প্রতি আমার বরাবরের সমর্থন ছিল। আজ BJP-র সর্বভারতীয় নেতৃত্ব আমায় আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে আমায় টিকিট দিয়েছে। আমি হাইকমান্ডের সিদ্ধান্ত মাথা পেতে গ্রহণ করলাম। আমি গর্বিত এবং উচ্ছ্বসিত। দলের একনিষ্ঠ কর্মী এবং দেশের বিশ্বস্ত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত।'
এর আগে তিনি বহুবার BJP-র সমর্থনে নানা পোস্ট করেছেন। তখন থেকেই রাজনৈতিক মহলে চর্চা ছিল, তিনি হয়তো রাজনীতিতে পা রাখতে চলেছেন। এবং অবশ্যই BJP প্রার্থী হিসেবে লোকসভায় লড়বেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল। সদ্যই নিজের জন্মদিন পালন করেছেন বলিউডের ক্যুইন। জন্মদিনের পরের দিনই এল সবচেয়ে বড় উপহার। তিনি এবার পদ্মফুলের হয়ে লড়াই করবেন মান্ডি লোকসভা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় তিনি বরাবরই পঞ্চমুখ। ফলে তাঁর BJP-তে যোগদান করা কেবলমাত্র সময়ের অপেক্ষা ছিল। তিনি যে এবার লোকসভায় প্রার্থী হচ্ছেন, তাও একপ্রকার নিশ্চিত ছিল।
হিন্দুত্ববাদ নিয়েও নানা সময় নানা মন্তব্য করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। অভিনেত্রীর একটি পোস্টার সম্প্রতি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, হাতজোড় করে দাঁড়িয়ে অভিনেত্রী। ক্যাপশনে লেখা, 'আমি আসছি।' এরপর থেকেই গুঞ্জন শুরু হয়। অধিকাংশেরই ধারণা হয়, কঙ্গনা রানাউত BJP-র টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন। নানা রাজনৈতিক ইস্যু নিয়ে সরব হওয়া এবং কেন্দ্রের শাসকদলের পাশে থাকা হিমাচলের কন্যা কঙ্গনা রানাউতকে তাঁর হোমটাউন থেকে BJP প্রার্থী করতে পারে বলে রটে গিয়েছিল বেশ কিছুদিন ধরেই। রবিবার রাতে প্রার্থীতালিকা প্রকাশ পেতেই সেই রটনায় সিলমোহর পড়ল। দিন কয়েক আগে গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে পুজো দিতে যান বলিউডের ক্যুইন। তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, 'যদি শ্রী কৃষ্ণের কৃপা থাকে, নিশ্চয়ই লড়ব।' এ ছাড়াও কঙ্গনাকে দেখা গিয়েছিল দ্বারকাধীন মন্দিরে, শ্রী কৃষ্ণের দরবারে। কঙ্গনা জানিয়েছিলেন, শ্রী কৃষ্ণের দিব্য নগরীতে মনের অশান্তি দূর করতে এসেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সেদিন অভিনেত্রী লিখেছিলেন, 'হরে কৃষ্ণ। হে দ্বারকার প্রভু, তোমার আশীর্বাদ যেন এভাবেই পাই।'