• BJP Candidate List 2024 : লোকসভায় ডেবিউ কঙ্গনার! বিজেপির নয়া প্রার্থীতালিকায় চমকের পর চমক, বাদ একাধিক হেভিওয়েট
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের আগে পঞ্চম দফায় প্রার্থীতালিকা ঘোষণা করল BJP। এই দফায় অবশেষে ঠাঁই হল বাংলার বাকি থাকা আসনগুলির। এই তালিকায় প্রার্থীদের নামে একগুচ্ছ চমক রয়েছে। একাধিক হেভিওয়েট দাবিদার এবং বর্তমান সাংসদের নামও বাদ পড়েছে। এই দফার প্রার্থীতালিকায় মোট ১১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে অন্যতম চমক অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছোট পর্দার অভিনেতা অরুণ গোভিলের নামও রয়েছে এই তালিকায়। রামরাজ্য থেকেই টিকিট পেয়েছেন পর্দার রাম।লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়তে শুরু করেছে। যোগীরাজ্যের ২৫ আসন এবং বাংলার ২২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে বিলম্ব দলের অন্দরে অসন্তোষ তৈরি করেছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। কোন কোন ক্ষেত্রে কাদের নাম ঘোষণা করল BJP?

    তালিকায় কোন কোন হেভিওয়েট? দেখে নিন একনজরে...প্রার্থীকেন্দ্রনিত্যানন্দ রাইউজিয়ারপুরগিরিরাজ সিংবেগুসরাইরবিশংকর প্রসাদপটনা সাহিবকঙ্গনা রানাউতমান্ডিনবীন জিন্দালকুরুক্ষেত্রসীতা সোরেনদুমকাজগদীশ শেট্টরবেলগাঁওকে সুধাকরণচিক্কাবল্লবপুরপ্রতাপ সারঙ্গিবালাসোরসম্বিত পাত্রপুরীঅপরাজিতা সারঙ্গিভুবনেশ্বরঅরুণ গোভিলমেরটজিতিন প্রসাদপিলভিটমানেকা গান্ধীসুলতালপুররাজু বিস্তাদার্জিলিংঅভিজিৎ গঙ্গোপাধ্যায়তমলুকদিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর যোগীরাজ্যের ১৩টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে শনিবার রাতেই উত্তর প্রদেশের বাকি আসনগুলিতে প্রার্থীদের নামে সিলমোহর পড়েছিল। এই বৈঠকে নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক এবং BJP রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। একাধিক বর্তমান সাংসদের টিকিট কাটা হয়েছে এবারের লোকসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গের ১৯টি আসনের মধ্যেও রয়েছে একগুচ্ছ চমক।

    তালিকা থেকে বাদ পড়লেন কারা?ছেলে বরুণের উপর ভরসা না রাখলেও মা মানেকা গান্ধীকে ফের একবার টিকিট দিয়েছে BJP। সুলতান কেন্দ্রের পদ্ম প্রার্থী তিনি। এদিকে পিলভিটে বরুণ গান্ধীর বদলে জিতিন প্রসাদকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। এখন দেখার বিষয় বরুণ গান্ধী শিবির বদলে ইন্ডিয়া জোটের দিকে ঝোঁকেন না নির্দল হিসেবে লোকসভার লড়াইয়ে নামেন। যে যে বর্তমান সাংসদের টিকিট কাটা গেল, সেই তালিকায় রয়েছেন, প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের কন্যা এবং বদায়ুঁর সাংসদ সংঘমিত্রা মৌর্য, কানপুরের সাংসদ সত্যদেব চৌধুরী, বহরাইচের সাংসদ অক্ষয়বর লাল গোন্ডে, মেরঠের সাংসদ রাজেন্দ্র আগরওয়াল, গাজিয়াবাদের সাংসদ বিকে সিং। এ ছাড়াও বক্সার থেকে অশ্বিনী চৌবের নাম বাদ পড়েছে। প্রয়াগরাজের সাংসদ রিতা বহুগুনা জোশি, কেসরগঞ্জের সাংসদ বৃজভূষণ শরণ সিংয়ের কেন্দ্রে নিয়েও জোর চর্চা চলছিল, তবে এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম এখনও ঘোষণা করেনি পদ্ম শিবির।
  • Link to this news (এই সময়)