• Congress Candidate List: রাহুলের কট্টর সমালোচক সুনীলকে টিকিট কংগ্রেসের! অবাক থারুর
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • উগ্র ডানপন্থী ও কট্টর কংগ্রেস বিরোধী সংগঠন হিসেবে পরিচিত 'জয়পুর ডায়লগ'স। সেই সংগঠনের অন্যতম কর্তা সুনীল শর্মাকে লোকসভা ভোটে টিকিট দিয়েছে কংগ্রেস। তাঁকে জয়পুর আসনে প্রার্থী করেছে হাত শিবির। তা নিয়েই উঠছে বিতর্কের ঝড়। দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। এমনকী নেটিজেনরাও বিঁধতে শুরু করেছেন মল্লিকার্জুন খাড়গেকে। তবে এনিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে মুখ খোলা হয়নি কংগ্রেসের তরফে। তবে সমালোচনার মুখে পড়ে বিতর্কিত কংগ্রেস প্রার্থী সুনীল শর্মা 'জয়পুর ডায়ালগস'-এর সঙ্গে সম্পর্ক নেই বলে জানিয়েছেন। তবে তাতে অবশ্য বিতর্ক থেমে নেই।দেখুন শশী থারুরের টুইট

    রাজস্থান ক্যাডারের প্রাক্তন আমলা সঞ্জয় দীক্ষিত ও বিজেপি শিবিরের ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ী গত কয়েক বছর আগে 'জয়পুর ডায়ালগ'স তৈরি করেছিলেন। ওই সংস্থার ইউটিউব চ্যানেলে মূলত উগ্র জাতীয়তাবাদের পক্ষে প্রচার চালানো হয়, পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করা হয়। নাগরিকত্ব সংশোধনী আইন ও ৩৭০ অনুচ্ছেদ বিলোপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য লাগাতার আক্রমণ করা হয়েছে রাহুল গান্ধী ও শশী থারুরদের মতো নেতাদের। ওই ইউটিউব চ্যানেলের অন্যতম কর্নাধার সুনীল শর্মা। তিনি নেটিজেনদের কাছে কট্টর কংগ্রেস বিরোধী হিসেবেই পরিচিত। বৃহস্পতিবার লোকসভা ভোটের জন্য তৃতীয় দফার প্রার্থী তালিকার প্রকাশ করে কংগ্রেস। ওই তালিকায় রাজস্থানের জয়পুর আসনে দলীয় প্রার্থী হিসেবে নাম রয়েছে 'জয়পুর ডায়ালগ'সের সুনীল শর্মার। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।

    দেখুন সুনীল শর্মার টুইট

    তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তিরুবনন্তপুরুমের কংগ্রেস প্রার্থী শশী থারুর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'যে জয়পুর ডায়ালগ'স আমায় ও রাহুল গান্ধীকে লাগাতার আক্রমণ করে চলেছে সেই সংগঠনের এক আধিকারিককেই প্রার্থী করল দল। কী আর বলব!' এই নিয়ে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট 'অলট নিউজ-এর প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের লেখেন, 'বাহ! কংগ্রেস এমন একজনকে প্রার্থী করল যিনি লাগাতার কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করে শুধু ধর্মে বিষ ছড়িয়ে গিয়েছে।' নেটিজেনরাও বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে। এরপরে বিড়ম্বনা বেড়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। সূত্রের খবর, সুনীলকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার সুপারিশ করেছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। উল্লেখ্য, এখনও পর্যন্ত বাংলায় ৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস।
  • Link to this news (এই সময়)