যত কাণ্ড দিল্লি মেট্রোয়। রাজধানীর নিত্যযাত্রীদের এই লাইফলাইনে নিত্যদিনই ঘটনার ঘনঘটা। কখনও যাত্রীদের অভব্য আচরণ আবার কখনও স্বল্পবসনার ইনস্টা রিলে নাজেহাল কর্তৃপক্ষ। তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়া কিংবা অশ্লীল কর্মকাণ্ডের জন্য রীতিমতো ফেমাস হয়ে উঠেছে দিল্লি মেট্রো। এবার দেখা গেল দুই 'রঙিন' তরুণীর ঘনিষ্ঠতার দৃশ্য। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুখ খুলল কর্তৃপক্ষ।হোলির আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে দুই তরুণীর 'রঙিন খেলায় মত্ত' হয়ে ওঠার একটি ভিডিয়ো। চলন্ত মেট্রোয় দুই তরুণীর রং নিয়ে মাখামাখি করার দৃশ্য সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র। কোনও কোনও নেটিজেনের চোখে এটি অশ্লীল। আবার কারও মতে কেবলমাত্র জনপ্রিয় এবং চর্চায় থাকার চেষ্টা। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর মেঝেতে বসেই এক অপরের সঙ্গে রং খেলায় মেতেছেন দুই তরুণী। পরনে সাদা পোশাক, সামনে আবির ছড়ানো। কখনও একে অপরের গালে গাল ঠেকিয়ে আবার কখনও কোলে শুয়ে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি করছেন তারা। রং লাগিয়ে একে অপরকে স্পর্শ করার আদব কায়দা ঠিক স্বাভাবিক মনে হয়নি অধিকাংশেরই। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।
মেট্রোর কামরায় দুই তরুণীর এমন ঘনিষ্ঠতা ভাল চোখে দেখেননি মেট্রোর যাত্রীরা। তরুণীদের পিছনে মেট্রোর অনেক যাত্রীদেরই ভিডিয়োতে দেখা গিয়েছে। কেউ কেউ হাসছেন, কেউ লজ্জা পাচ্ছেন। আবার অনেকে লজ্জিত হয়েছেন বা তীব্র নিন্দা করেছেন। অনেকে আবার ক্যামেরাবন্দিও করেছেন দুই তরুণীর এই 'মাখামাখি দৃশ্য'। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। যদিও ভিডিয়োটি অনেকেই কলকাতা মেট্রোর ভেবেছিলেন। সদ্য উদ্বোধন হওয়া গঙ্গার নীচে দিয়ে যাওয়া মেট্রোর রুটেই এই ভিডিয়ো রিল শ্যুট করা হয়েছে বলে দাবি ওঠে। জনপ্রিয় 'বসন্ত এসে গেছে' গানটি ভিডিয়োর সঙ্গে জুড়ে দিয়ে রিল শেয়ার হতে থাকে নেটপাড়ায়।
‘অশালীন’ তকমা প্রাপ্ত এই ভিডিয়ো নিয়ে এবার মুখ খুলল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, তারা ভিডিয়ো ফুটেজটি খতিয়ে দেখছে। একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চলন্ত মেট্রোর ভিতরে এভাবে রিল শ্যুট করা নিয়ে সন্দেহ রয়েছে। তাদের অনুমান এটি ডিপফেক ভিডিয়ো। বেশ কিছু যাত্রীর অদ্ভুত আচরণের জেরে অতিষ্ট দিল্ল মেট্রো কর্তৃপক্ষও। এই ধরনের ঘটনা এড়াতে এবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বারবার। আপত্তিকর আচরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজধানী মেট্রো। সাধারণ যাত্রীদের অস্বস্তিতে ফেলতে পারে, এমন কোনও কাজ মেট্রো সফর কালে করা যাবে না। সাফ ঘোষণা তাদের। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ লিখেছে, 'জনি জনি! ইয়েস পাপা? মেকিং রিলস ইন মেট্রো? নো পাপা!' মেট্রোর ভিতরে কোনওভাবেই যে ক্যামেরা ব্যবহার করা যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে DMRC। তা সত্ত্বেও এমন ঘটনা নিয়ে জেরবার কর্তৃপক্ষ। তবে এ ক্ষেত্রে তাদের অনুমান, এটি ডিপফেক কায়দার সাহায্যে তৈরি করা হয়েছে।