• কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট বন্ধ মাসখানেক
    আজকাল | ২৫ মার্চ ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: একমাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ২০১১ সালের আর্থ সামাজিক এবং জাতিগত গণনা সংক্রান্ত ওয়েবসাইট। ফলে এই তথ্য এখন আর পাওয়া যাবে না। জাতিগত তথ্য কখনই প্রকাশ্যে আনা হয়নি। তবে ২০১১ সালে এই সমীক্ষায় দেশের তপশিলি জাতি, উপজাতি এবং দলিত শ্রেণীর আর্থ সামাজিক চিত্র তুলে ধরা হয়েছিল। এই তথ্য ভাণ্ডার কাজে লাগিয়ে আয়ুষ্মান ভারত, আবাসের মতো প্রকল্পগুলিতে উপভোক্তার সংখ্যা নির্ধারণ করত কেন্দ্রীয় সরকার।শেষবার এই ওয়েবসাইট খোলা সম্ভব হয়েছে চলতি বছরের ৬ জানুয়ারি। তারপর থেকে অজ্ঞাত কারণে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তত্বাবধানে রয়েছে এই ওয়েবসাইটটি। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হচ্ছে। ওয়েবসাইটটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি গ্রামোন্নয়ন মন্ত্রকের। যদিও সূত্রের খবর, গত জানুয়ারি থেকে দুবার অভ্যন্তরীণ বৈঠকে দুবার বিষয়টি তুলেছিল গ্রামোন্নয়ন মন্ত্রক। ২৪ জানুয়ারি যে অভ্যন্তরীণ বৈঠক হয়, সেখানে এই ওয়েবসাইটের হার্ডওয়্যার বদলের সিদ্ধান্ত হয়। ৬ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হয়, সেই সপ্তাহের মধ্যেই হার্ডওয়্যার বদল করা হবে।
  • Link to this news (আজকাল)