• JNU Election Result : লালদুর্গ অটুট! গোহারা গেরুয়া, ফের জেএনইউ দখল বামেদের
    এই সময় | ২৫ মার্চ ২০২৪
  • দুপুর থেকে তৈরি চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। বাম জমানার অবসান ঘটিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবার গেরুয়া ঝড়ের পূর্বাভাস মিলেছিল রবিবার বিকেলে। ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট বাক্স খুলতেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে ছিলেন ABVP-র প্রার্থীরা। কিন্তু, খেলা ঘুরল রাতে। কাউন্টিং এগোতেই দেখা গেল, ABVP-র প্রার্থীদের পিছনে ফেলে জয়ের পথে বাম জোটের প্রার্থীরা। রাত ১১টার পর ঘোষণা করা হল আনুষ্ঠানিক ফল। সেন্ট্রাল প্যানেলের চার আসনেই জিতল বাম জোটের প্রার্থীরা।এবারেও ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্যানেলের চার আসনই দখল করল বামেরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পদে বাম জোটের প্রার্থীরা রবিবার রাতে অনেকটাই এগিয়ে যান। এরপর কাউন্টিং শেষে রাত ১১টার পর ঘোষণা করা হয় ফলাফল।

    সর্বশেষ ফলাফলপদবাম (প্রাপ্ত ভোট)এবিভিপি (প্রাপ্ত ভোট)প্রেসিডেন্টধনঞ্জয় (৩১০০)উমেশচন্দ্র আজমীরা (২১১৮)ভাইস প্রেসিডেন্টঅভিজিৎ ঘোষ (২৭৬২)দীপিকা শর্মা (১৮৪৮)জেনারেল সেক্রেটারিপ্রিয়ংশী আর্য (৩৪৪০)অর্জুন আনন্দ (২৪১২)জয়েন্ট সেক্রেটারি মহম্মদ সাজিদ (৩০৩৫)গোবিন্দ দাঙ্গি (২৫৯১) ১৯৬৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বামদুর্গ হিসেবেই পরিচিত দিল্লির ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়। জেএনইউ-তে SFI অর্থাৎ CPIM-এর ছাত্র সংগঠনের প্রভাব বরাবরই বেশি। ২২ বার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছে SFI প্রার্থীরা। পাশাপাশি ১১ বার প্রেসিডেন্ট হয়েছে AISA প্রার্থীরা।

    উল্লেখ্য, গত ২২ মার্চ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্টশিয়াল ডিবেট অনুষ্ঠিত হয়। কোভিড পর্বে দীর্ঘ চার বছর স্থগিত ছিল জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচন। অবশেষে সেন্ট্রাল প্যানেলের চার সদস্য নতুন করে নির্বাচিত হলেন। বাম জোটের তরফে AISA, DSF, SFI, AISF এই চার আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পরাজিত ABVP প্রার্থীরা।

    ঐশীর ব্যাটন অভিজিতের হাতেদিল্লির এই বিশ্ববিদ্যালয়ে গত ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন বাংলার মেয়ে ঐশী ঘোষ। এবার সহ-সভাপতি পদে শিলিগুড়ির ছেলে অভিজিৎ ঘোষ। শিলিগুড়িতেই কেটেছে তাঁর স্কুলজীবন। তারপর স্নাতক স্তরের পড়াশোনার জন্য তিনি ভর্তি হন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। উচ্চশিক্ষার জন্য অভিজিৎ তাঁর স্বপ্নের বিশ্ববিদ্যালয় JNU-তে প্রবেশ করেন। ২০২০ সালের এই সিদ্ধান্ত তাঁর জীবন আগাগোড়া বদলে দেয়। মাস্টার ডিগ্রি শেষ করে এখন তিনি পিএইচডি দ্বিতীয় বর্ষের গবেষক। আর তার সঙ্গে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির অন্যতম প্রথমসারির মুখ। ঐশীর ব্যাটন এবার অভিজিতের হাতে। তাঁর বড় হওয়া বাম রাজনীতির পরিসরেই।
  • Link to this news (এই সময়)